Viral Memes: জোকস মানুষের জীবনে চাপ কমায়, যার ফলে নতুন শক্তি অনুভূত হয়। হাসি প্রতিটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের মুখে হাসি থাকে, তখন একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> এক কৃপণ ছেলের সঙ্গে এক কৃপণ মেয়ের প্রেম চলছে। এ
কদিন রাতে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে আসতে বলল তার বাড়িতে।
গার্লফ্রেন্ডঃ বললঃ সবাই ঘুমিয়ে পড়লে আমি উপর থেকে একটা কয়েন ফেলব, তুমি কয়েনের শব্দ পেলে চুপিচুপি উপরে চলে আসবে।
কথামত রাতে সবাই ঘুমিয়ে পড়লে মেয়েটি নীচে কয়েন ফেলল।
কয়েন পড়ার ঝনঝনশব্দ হল, কিন্তু বয়ফ্রেন্ডের আসার আর নাম নেই।
প্রায় এক ঘণ্টা পরে চুপিচুপি বয়ফ্রেন্ডের আগমন।
গার্লফ্রেন্ডঃ কী ব্যাপার? এতক্ষণ লাগালে যে? কয়েন ফেলার শব্দ পাওনি?
বয়ফ্রেন্ড- পেয়েছি তো, কিন্তু অন্ধকারে কয়েনটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল…।
গার্লফ্রে- আরে ধুর, আমি কি অত বোকা? কয়েনটা তো আমি সুতা দিয়ে বেঁধে নিচে ফেলে আবার উপরে তুলে নিয়েছি…!
> নিজেকে খুব পাকা শিকারি হিসাবে জাহির করে মামা ভাগ্নেকে নিয়ে শিকার করতে গেলেন।
একঝাঁক উড়ন্ত বক দেখে মামা বললেন-
মামা: দেখিস, এখান থেকে গুলি করে একটাকে ফেলে দেব।
মামা গুলি করলেন কিন্তু একটা বকও পড়ল না।
ভাগ্নে: কই মামা, গুলি তো লাগল না।
মামা: পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটাই এখন ঘটেছে। গুলি লাগার পরও বক উড়ে যাচ্ছে।
> ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ।
কাছ দিয়েই যাচ্ছিল ওই তরুণের এক বন্ধু।
কথা হচ্ছে উভয়ের মধ্যে-
১ম জন: কী ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস?
২য় জন: মেয়েদের দেখছি!
১ম জন: মানে?
২য় জন: ওই দেখ, ডাক্তারের চেম্বারের দরজায় ঝুলানো আছে।
১ম জন: ‘মেয়েদের দেখার সময় বিকেল ৪টা থেকে ৬টা’। তাতে কী হয়েছে?
২য় জন: তাই তো দাঁড়িয়ে নির্দেশ পালন করছি।
> লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা। তার মা বিষয়টি সহ্যই করতে পারে না। তাই হাতে স্যান্ডেল নিয়ে ছুটে গেল ছেলের দিকে-
মা: বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করবো...
লাল্টু: মা! আর হবে না এমন...
মা: তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না...
লাল্টু: মা, স্যান্ডেলও তো পায়ে দেয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না...
> বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল! স্ত্রীর সঙ্গে কী কথা বলবে সে?
আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বলল-
পল্টু: আপনার বাড়ির লোকেরা কী জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।
> পল্টু: কিরে বল্টু মন খারাপ কেন?
বল্টু: বউ রাগ করে আমার লগে দুই সপ্তাহ ধরে কথা কয় না।
এমন বউ রেখে কী লাভ? ভাবছি ছেড়েই দিমু।
পল্টু: বলিস কী? তোর তো লটারি লেগেছ। এমন বউ ছেড়ে না দিয়ে আরও বেশি আগলে রাখ।
বাই দ্য ওয়ে কি করলে বউ দুই সপ্তাহ চুপ থাকব সেই বুদ্ধিটা আমারে শিখায়ে দে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)