Viral Memes: জোকস মানুষের জীবনে চাপ কমায়, যার ফলে নতুন শক্তি অনুভূত হয়। হাসি প্রতিটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের মুখে হাসি থাকে, তখন একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> বাসে দুই ব্যক্তি পাশাপাশি সিটে বসে যাচ্ছেন। জ্যামে বসে খোশগল্প শুরু করলেন একে অপরের সঙ্গে—
১ম ব্যক্তি: ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে?
২য় ব্যক্তি: আছে ভাই।
১ম ব্যক্তি: কয়টা?
২য় ব্যক্তি: একশটা।
১ম ব্যক্তি: কী কন ভাই, একশটা?
২য় ব্যক্তি: হ্যাঁ, ভাই। হেতি কইছে, হেতি একাই একশ!
> এক ব্যক্তি গেছেন জ্যোতিষীর কাছে। গিয়ে বলছেন—
ব্যক্তি: বাবা, আমাকে সুখী দাম্পত্য জীবনের জন্য মন্ত্র দিন।
জ্যোতিষী: শোন, সুখের জন্য পুরুষের করণীয় দুটো।
ব্যক্তি: বাবা, তাড়াতাড়ি বলুন।
জ্যোতিষী: এক, যখনই কোনো ভুল করবে, সঙ্গে সঙ্গে স্বীকার করতে ভুলবে না।
দুই, যদি তোমার কথাই ঠিক হয়, তাহলে মনের ভুলেও সেটা বলতে যাবে না।
> নার্স ঘুমন্ত রোগীকে জোর করে ডেকে তুলছেন দেখে চিকিৎসক জিজ্ঞেস করলেন—
চিকিৎসক: আরে আরে, করছেন কী? অযথা ঘুমন্ত রোগীকে ডাকছেন কেন?
নার্স: স্যার, রোগীর এখন ওষুধ খাওয়ার সময়। না ডাকলে সঠিক সময়ে তার ওষুধ খাওয়া হবে না।
চিকিৎসক: কীসের ওষুধ, যেটা তাকে এখনই খাওয়াতে হবে?
নার্স: ঘুমের ওষুধ স্যার।
> স্বামী: আজকে এই রুটিগুলো কীভাবে পুড়িয়েছ?
স্ত্রী: কারণ আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি।
স্বামী: তোমার সুন্দর হওয়ার সঙ্গে পোড়া রুটির কী সম্পর্ক?
স্ত্রী: আমার সৌন্দর্য দেখে রুটিও জ্বলতে শুরু করেছে।
> বাচ্চা: বাবা আমাদের নতুন প্রতিবেশী খুব গরিব?
বাবা: তুমি জানলে কীভাবে?
বাচ্চা: ওদের ছেলে এক টাকার কয়েন গিলে ফেলেছে, কাঁদতে কাঁদতে মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে!
> নির্দিষ্ট গতিসীমার চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করলো ট্রাফিক পুলিশ—
বল্টু: অনেকেই আমার মতো দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আপনি আমাকেই কেন আটক করলেন?
পুলিশ: আপনি কখনো মাছ ধরেছেন?
বল্টু: হ্যাঁ! কিন্তু কেন?
পুলিশ: কখনো কাউকে এক সঙ্গে সব মাছ ধরতে দেখেছেন?
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)