Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
>স্থানীয় এক রাজনৈতিক নেতা ভাষণে বলছেন, 'আমি শ্রমিকদের জন্য এক ফোঁটা করে করে নিজের রক্ত দিতে প্রস্তুত'...
পাশ থেকে মঞ্চে একজন একটি চিরকুট পাস করল।
তাতে লেখা, 'প্রিয় কমরেড , এক-দুই ফোঁটা করে সময় বাড়িয়ে কী লাভ? এক্ষুনি পুরোটা দিন না।'
> মেয়ে তৈরি হয়েছে বাইরে যাবে
মায়ের কাছে এসে বলল,
মেয়ে - মা আমাকে দশটা টাকা দাও তো।।
মা - কি... মিন মিন করে কথা বলিস মোটে শোনা যায় না, জোরে বল?
মেয়ে - মা পঞ্চাশটা টাকা দাও...এখুনি।
মা- আগেরটাই তো ভালো ছিলরে।
> মেয়ে - মা ভাগ্যিস এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল। তা না হলে...
মা – তা না হলে, কী হতো?
মেয়ে- মোম জ্বালিয়ে টিভি দেখতে হতো না?
> মা-কী রে টুম্পা গানের স্যারের সঙ্গে কথা বলেছিস?
টুম্পা- বলেছি মা, তিনি বলেছেন প্রথম মাসে তিনশো দ্বিতীয় মাসে দুশো তারপর তৃতীয় মাস থেকে একশো টাকা করে নেবেন।
মা- ঠিক আছে তুই তৃতীয় মাস থেকেই শুরু কর।
> মা - আঙ্গুল চুষো না মা।
মেয়ে – আঙ্গুল চুষলে কি হয় মা?
মা -পেট ফুলে ইয়া ঢোল হয়ে যায়। (প্রতিবেশী গর্ভবতি মিসেস তুলির প্রবেশ)
মেয়ে -এই যে আন্টি, আমি কিন্তু জানি আপনার পেট কেন ফুলেছে.....।
> মেয়ে - আচ্চা মা বাঘের দুধ তো মনে হয় কেউ খেতে পারে না তাই না?
মা - কেন পারবে না?
মেয়ে - বাঘের দুধ তাহলে কে খায়?
মা – কেনো, বাঘের বাচ্চারা।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)