Bengali Jokes
Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> বল্টু এবং মন্টু পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে।
স্যারঃ কী ব্যাপার তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেনো?
বল্টুঃ স্যার প্রশ্নে লেখা আছে পলাশীর যুদ্ধ সর্ম্পকে আলোচনা কর। তাই আলোচনা করছি !
> একদিন এক পাগল ডাক্তারকে জিজ্ঞেস করল!
পাগল: ডাক্তারবাবু আপনি কতদূর পড়েছেন?
ডাক্তার : B A পর্যন্ত !
পাগল: এতদিনে ২ টো অক্ষর শিখেছেন, তাও আবার উল্টো!
> আদরের ছেলে কিছুতেই পড়তে বসছে না।
বাবা বুদ্ধি করে তাকে একটা পয়সা দিয়ে বললেন, ‘এটা দিয়ে টস করো, তারপর ‘টসভাগ্য’ দেখে অন্তত পড়তে বসো।’
ছেলে পয়সাটা হাতে নিয়ে বলল, ‘ঠিক আছে, পয়সাটা আমি ওপরে ছুড়ে দিচ্ছি।
যদি ‘হেড’ ওঠে তাহলে মামার সঙ্গে বাইরে ঘুরতে যাব।
যদি ‘টেল’ ওঠে তাহলে ভিডিও গেম খেলতে বসব।
আর যদি পয়সাটা ওপর থেকে আর নিচে ফিরে না আসে তাহলে পড়তে বসব!’
> একবার কোনো এক জনসভায় এক নেতার বক্তৃতা শুনে তার প্রতিপক্ষ দলের এক মহিলা বিরক্ত হয়ে মন্তব্য করলেন,
‘যদি ওই ভদ্রলোক আমার স্বামী হতেন তাহলে ওকে বিষ খাইয়ে মেরে ফেলতুম!’
নেতা ভদ্রমহিলার ওই কথাটি শুনতে পেলেন।
তিনি সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন,
‘ম্যাডাম, আমার স্ত্রী যদি আপনার মতো হতেন আমি নিজেই বিষ খেয়ে মরে যেতাম!’
> ক্রেতা : আরে ভাই, এটা কী তালা দিয়েছেন, সারা দুনিয়ার চাবি ঢুকালেই খুলে যায়! এমনকি সেফটিপিন ঢুকালেও খোলে!
বিক্রেতা : তাহলে ভাই এই তালাটা নেন, আর সমস্যা হবে না।
ক্রেতা : এটা ভালো তো?
বিক্রেতা : ভালো মানে? এই তালা একবার মারলে এটার নিজের চাবি দিয়াও খোলা যায় না!
> কালো অন্ধকারময় অমাবস্যার রাত। চারিদিকে ঝি ঝি ছাড়া আর কোনো দ্বিতীয় প্রাণীর ডাক শোনা যাচ্ছে না।
এমনই অন্ধকার রাতে নুটু কাকা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
রাস্তার একটি ভয়ানক ডাইনি এসে তার রাস্তায় এসে দাঁড়িয়ে বলল- “হি হাঁ হাঁ হাঁ, আমি ডাইনি আজ তোর মাথা খাব।“
নুটু কাকা- “তা আর বলতে!”
ডাইনি- “আমাকে দেখে ভয় লাগছে না তোর?”
নুটু কাকা- “ভয় লাগবে কেন! তোরই এক বোনের সাথে তো আমি সংসার করেছি। সে রোজ আমার মাথা খায়। আর তুই, কোন ঘাঁটের মরা যে, তোকে দেখে ভয় পাব!”
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)