Husband Wife Jokes: সংসারে স্বামীর অবদান কী? বল্টুর উত্তরে শুনলে না হেসে রক্ষে নেই!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
 সংসারে স্বামীর অবদান কী? বল্টুর উত্তরে শুনলে না হেসে রক্ষে নেই!Husband Wife Joke

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> বল্টু : ভাই ডিমগুলো কার?
দোকানদার : আমার।
বল্টু : আচ্ছা, তাহলে অন্য দোকানে যাই।
দোকানদার : কেন?
বল্টু : মা বলেছে মুরগির ডিম নিতে। আপনার ডিম না...

> মেয়ে : কল মি সোনা।
ছেলে : সোনা।
মেয়ে : কল মি সুইটহার্ট।
ছেলে : সুইটহার্ট।
মেয়ে : কল মি হানি।
ছেলে : হানি।
মেয়ে : আরে গাধার বাচ্চা, কল কর আমাকে!

> ছেলে: বাবা, তুমি নাকি ঘুষ খাও???
বাবা: তুমি কি কখনও দেখেছ??
ছেলে: না, শুনেছি।
বাবা: শোনা কথায় কান দিতে নেই।
কিছু দিন পর…………
বাবা: তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ???
ছেলে: তুমি কি দেখেছ???
বাবা: না শুনেছি।
ছেলে: শোনা কথায় কান দিতে নেই বাবা!!!

> বল্টুর স্ত্রী সারাক্ষণ তাকে বকাঝকা করতেই থাকে। 
একদিকে বল্টু আবার বেকার। সারাদিন ঘরে বসে খেয়ে, শুয়ে, টিভি দেখেই দিন পার করছে। 
একদিন তার স্ত্রী সকাল থেকেই বকবক শুরু করেছে-
বল্টুর স্ত্রী: সারাক্ষণ তো খাচ্ছো আর ঘুরে বেড়াচ্ছো। কোনো কাজেই আসো না।
বল্টু: কি বললে?
বল্টুর স্ত্রী: ঘরের কোনো কাজে আসো তুমি শুনি?
বল্টু: বলো কী? আমি না থাকলে ঘর মোছার গেঞ্জিটা কোথা থেকে আসত শুনি?

> স্বামী-স্ত্রী বসে গল্প করছে। হঠাৎ স্ত্রী জিজ্ঞাসা করলো–
স্ত্রী: আচ্ছা স্বর্গে বিয়ে হয় না?
স্বামী: না
স্ত্রী: কেন?
স্বামী: স্বর্গে যদি বিয়ে হয়, তাহলে সেটা আর স্বর্গ থাকবে না, দুদিনেই নরক হয়ে যাবে।

> স্বামী: জজ সাহেব, আমি আমার স্ত্রীর কাছে ডিভোর্স চাই, সে থালা-বাসন ছুড়ে মারে।
জজ: সবে বাসন ছুড়ে মারতে শুরু করেছেন নাকি আগেও মারতেন।
স্বামী: আগে থেকেই।
বিচারক: তাহলে এত বছর পর ডিভোর্স কেন?
স্বামী: কারণ এখন তার নিশানা একদম ঠিক জায়গায় লাগছে।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 


 

POST A COMMENT
Advertisement