scorecardresearch
 

Son-In-Law Jokes: ঠিক যেন 'বুনো ওল আর বাঘা তেঁতুল', পড়ুন শ্বশুর-জামাইয়ের জবরদস্ত হাসির জোকস

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Son-In-Law Jokes Son-In-Law Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারছে না।
 তাই কায়দা করে শ্বশুরকে বললো—
পাত্র: বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।
শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’

> শিক্ষক: বল তো ১৮০৯ সালে কে জন্মেছিল?
ছাত্র: আব্রাহাম লিংকন।
শিক্ষক: ১৮১৯ সালে কী ঘটেছিল?
ছাত্র: তার ১০ বছর বয়স হয়েছিল স্যার।’

আরও পড়ুন

> আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে।
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!

> পরীক্ষায় ফেল করা এক ছাত্রকে শিক্ষক বলছেন—
শিক্ষক: তুমি এবারও ফেল করেছ, পড়াশোনায় মন দাও না কেন?
ছাত্র: স্যার, পড়াশোনা হয় মাত্র দুটি কারণে, প্রথমত ভয় , আর দ্বিতীয়ত শখ।
শিক্ষক: তোর কোনটা নেই?
ছাত্র: স্যার আমি কোনো কারণ ছাড়া শখ লালন করি না, আর কাউকে ভয় পাই না।

> বাবা: খোকা, ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে?
খোকা: খুবই খারাপ, বাবা।
বাবা: বলো কী! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি!

Advertisement

> আকাশে বিমান উড়ছে।
 এক যাত্রী হঠাৎ করে ককপিটে ঢুকে পড়ল। 
তা দেখে পাইলট তো অবাক। 
পাইলটকে আরও অবাক করে দিয়ে লোকটি পাইলটের হেডফোনটা ছিনিয়ে নিল।
 তারপর লোকটি বললো, ‘আমরা টাকা দেব আর তুমি এইখানে বইসা কানে হেডফোন লাগাইয়া গান শুনবা!’

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement