scorecardresearch
 

Husband-Wife Jokes: বউকে 'বিউটিফুল' বললেন স্বামী, তারপরের কাণ্ড শুনে অজ্ঞান স্ত্রী!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Bengali Jokes Bengali Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> পুলিশ: আপনি বলছেন, আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুঁড়ে মারলেন?
স্বামী: হ্যাঁ।
পুলিশ: তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুঁড়ে মারলেন আপনার দিকে?
স্বামী: হ্যাঁ।
পুলিশ: তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?
স্বামী: যখন দেখলাম, তারা দু’জনই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে; তখন আর সাহস পেলাম না।

> নিজেকে খুব পাকা শিকারি হিসাবে জাহির করে মামা ভাগ্নেকে নিয়ে শিকার করতে গেলেন। 
একঝাঁক উড়ন্ত বক দেখে মামা বললেন-
মামা: দেখিস, এখান থেকে গুলি করে একটাকে ফেলে দেব।
মামা গুলি করলেন কিন্তু একটা বকও পড়ল না।
ভাগ্নে: কই মামা, গুলি তো লাগল না।
মামা: পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটাই এখন ঘটেছে। গুলি লাগার পরও বক উড়ে যাচ্ছে।

আরও পড়ুন

> ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ। 
কাছ দিয়েই যাচ্ছিল ওই তরুণের এক বন্ধু। কথা হচ্ছে উভয়ের মধ্যে-
১ম জন: কী ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস?
২য় জন: মেয়েদের দেখছি!
১ম জন: মানে?
২য় জন: ওই দেখ, ডাক্তারের চেম্বারের দরজায় ঝোলানো আছে।
১ম জন: ‘মেয়েদের দেখার সময় বিকেল ৪টে থেকে ৬টে’। তাতে কী হয়েছে?
২য় জন: তাই তো দাঁড়িয়ে নির্দেশ পালন করছি।

> স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-খয়রাত করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়...

Advertisement

> স্ত্রী: বলো তো আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী: অনেক সুন্দর লাগছে!
স্ত্রী: এভাবে না, ঠিক কতটুকু সুন্দর লাগছে বলো...
স্বামী: বিউটিফুল, একদম যেন পরী! এত বেশি ভালো দেখাচ্ছে যে, মন চাইতেছে আরেকটা নিয়া আসি!

> বারে বসে মাতাল দুই বন্ধু গল্প করছে-
সজিব: আচ্ছা রাজিব, বউরা বমি করলে আমরা কী বুঝি?
রাজিব: কেন, সুখবর আছে।
সজিব: আর স্বামীরা বমি করলে?
রাজিব: আজকে আবার হাবিজাবি খেয়ে এসেছো...

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement