Husband Wife Funny Jokes: স্বামীকে বাচ্চা সামলাতে দিলেন স্ত্রী, তারপরের কাণ্ড জানলে আঁতকে উঠবেন পাক্কা!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
স্বামীকে বাচ্চা সামলাতে দিলেন স্ত্রী, তারপরের কাণ্ড জানলে আঁতকে উঠবেন পাক্কা!Bengali Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল!
 স্ত্রীর সঙ্গে কী কথা বলবে সে?
 আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বললো—
পল্টু: আপনার বাড়ির লোকেরা কি জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।

> বিয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করছিলেন আমেরিকান স্বামী-স্ত্রী।
 শহরের সবচেয়ে দামি হোটেলে রোম্যান্টিক ডিনার শেষে স্বামী হঠাৎ স্ত্রীর হাত ধরে বলা শুরু করলেন—
স্বামী: দেখো লিন্ডা, আমাদের প্রথম পাঁচটি সন্তানই দেখতে আমাদের পরিবারের কারও না কারও মতো। কিন্তু শুধু ষষ্ঠজনই কারও মতোই দেখতে হয়নি। আমি সারাজীবন তোমাকে যেমন ভালোবেসেছি বাকি দিনগুলোতেও একইভাবে ভালোবেসে যাব। আমি কথা দিচ্ছি। শুধু একবার আমাকে সত্যি করে বল, তার বাবা কি আলাদা কেউ?
প্লিজ লিন্ডা আমি শুধুই জানতে চাইছি। আর কিছু নয়।
স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বললো: তুমি ঠিক ধরেছ।
স্বামী: কে ? কে তবে তার বাবা ?
স্ত্রী: তুমি।

> শিক্ষক: যদি পুকুরে তোমার বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
ছাত্র: দু’জনকেই ডুবতে দিন।
স্যার: সে কী, কেন?
ছাত্র: আরে, ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?

> পল্টু আর তার বড় ভাই বল্টু সিনেমা দেখতে যাবে। পল্টু তার বড় ভাইকে বলছে-
পল্টু: ভাই প্লিজ, মার কাছে সিনেমা দেখার পয়সা চাও।
বল্টু: তুই চা না! মা তো শুধু আমার একার না, তোরও।
পল্টু: তা বটে, তবে তার সঙ্গে তোমার সম্পর্ক তো আমার চেয়ে অনেক বেশি দিনের, ঠিক না?

Advertisement

> বিবাহিত ব্যক্তি: হে গুরুদেব! মৌনব্রত কি?
গুরুদেব: বৎস! সারা বছর মুখে কুলুপ এঁটে রাখাকে আমরা মৌনব্রত বলি। 
বিবাহিত ব্যক্তি: গুরুদেব, ওটাকে তো আমরা বিয়ে বলি। 

> স্বামী-স্ত্রী ঘুরতে বের হয়েছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পার্কের বেঞ্চের ওপর বসলো। 
এসময় স্ত্রী বাচ্চাটাকে স্বামীর কাছে দিলো। স্ত্রী অনেকক্ষণ পর স্বামীর কাছে থাকা বাচ্চাকে কোলে নিতে চাইলো-
স্ত্রী: ওগো, আমি কি বাবুকে একটু কোলে নিতে পারি?
স্বামী: কান্না করার জন্য অপেক্ষা করো।
স্ত্রী: কেন? কী হয়েছে?
স্বামী: আমি ওকে খুঁজে পাচ্ছি না।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

POST A COMMENT
Advertisement