Husband Wife Jokes: মাতাল স্বামীর আচরণে বিরক্ত স্ত্রী চূড়ান্ত ওয়ার্নিং দিচ্ছে, পুরোটা শুনলে মাথা ভোঁ ভোঁ করে ঘুরবে কিন্তু!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
মাতাল স্বামীর আচরণে বিরক্ত স্ত্রী চূড়ান্ত ওয়ার্নিং দিচ্ছে, পুরোটা শুনলে মাথা ভোঁ ভোঁ করে ঘুরবে কিন্তু!Bengali Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।husband wife jokes

> স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-খয়রাতি করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়...

> স্ত্রী: বলো তো আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী: অনেক সুন্দর লাগছে!
স্ত্রী: এভাবে না, ঠিক কতটুকু সুন্দর লাগছে বলো...
স্বামী: বিউটিফুল, একদম যেন পরী! এত বেশি ভালো দেখাচ্ছে যে, মন চাইতেছে আরেকটা নিয়া আসি!

> সংসারের ঝামেলায় ত্যক্ত-বিরক্ত স্ত্রী বলছে স্বামীকে-
স্ত্রী: আমি একা এক নারী ক’জনকে সামলাব, বলো! তোমার কাচ্চা-বাচ্চা, তোমার আত্মীয়-স্বজন, তোমার সংসার, না-কি তোমাকে? ইনসাফ করে বলো!
স্বামী: শুধু মুখটা সামলাও তোমার। বাকি সব এমনি এমনি সামলে যাবে। ওসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না।

> মাতাল স্বামীর আচরণে বিরক্ত স্ত্রী চূড়ান্ত ওয়ার্নিং দিচ্ছে-
স্ত্রী: আজ রাতে যদি মদ খেয়ে বাড়ি ফের, তাইলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন!
স্বামী: কী করবে তুমি? প্রত্যেক দিন ঘ্যানর ঘ্যানর ভাল্লাগে না!
স্ত্রী: আমি আত্মহত্যা করব আজতে, যদি মাতাল হয়া আসো!
স্বামী: তুমি তো রোজ সকালে এই কথা বল! একবারও কি পূরণ করেছো? না তুমি কথা রাখো, না আমি মদ খাওয়া ছাড়ি। এটা  একটা সংসার হলো?

> শ্রেণির সবচেয়ে ফাঁকিবাজ ছাত্রকে বাগে পেয়ে শিক্ষক-
শিক্ষক: লাল্টু, দেশে মৃত্যুর হার কত? জলদি বল।
লাল্টু: শতভাগ স্যার।
শিক্ষক: গর্দভ! এটা কী করে সম্ভব! তাহলে তো...
লাল্টু: অসম্ভব কিছুই না স্যার। যে একবার জন্মায়, মরতে তাকে হবেই। নো চান্স!

Advertisement

> স্ত্রীকে চিড়িয়াখানার টিকিট দিলো স্বামী
স্বামী: আজ ছুটির দিন আমার। পুরাটা দিন হাসিখুশি কাটাতে চাই।
স্ত্রী: কীভাবে?
স্বামী: এই নাও চিড়িয়াখানার টিকিট এনেছি তিনটি!
স্ত্রী: তিনটি কেন?
স্বামী: একটি তোমার জন্য আর বাকি দুটি তোমার বাবা-মায়ের জন্য!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement