scorecardresearch
 

Husband Wife Nok Jhok: গাড়ি বায়না করলেন স্ত্রী, বদলে স্বামী দিলেন..., এই JOKES পড়লেই হো-হো করে হাসবেন

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Husband Wife Nok Jhok Husband Wife Nok Jhok

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> একটি বিদেশি ফিল্ম বাংলায় রিমেক করা হচ্ছে। 
একটি দৃশ্যে দেখা যাবে, নায়িকা তার নায়ককে জুতো-পেটা করছে।
নির্মাতারা ভাবতে লাগলেন, দৃশ্যটিকে কীভাবে বাস্তব করে তোলা যায়। 
অনেক ভেবে-চিন্তে তারা আগের দৃশ্যে নায়ক-নায়িকার বিয়ে দিয়ে দিলেন।

> একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। 
তা দেখে এক লোকের খুব দয়া হলো। 
সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল-
লোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো, তাহলে প্রতিমাসে আমি তোমাকে ৫০০০ টাকা করে দেব।

আরও পড়ুন

> সারাদিন কাজ করার পর তিন ভিক্ষুক টাকার হিসাব করছিল। 
তাদের একজন ছিল অন্ধ, একজন ল্যাংড়া এবং অন্যজন ছিল বোবা। 
ঠিক তখন-
অন্ধ: দেখেছিস, আজ আকাশটা কত সুন্দর লাগছে।
ল্যাংড়া: তোকে মারব এক লাথি।
বোবা: মার মার। মেরে হাড় গুড়ো করে দে। যত টাকা লাগে আমি দেব।

> এলাকায় নতুন একটি দোকান করেছে বল্টু। 
কেবল দুটি জিনিসই বিক্রি হয় সেখানে, ঢোল আর বন্দুক। 
একদিন তার বন্ধু পল্টু বেড়াতে এসে খুব অবাক হয়-
পল্টু: কিরে, কেমন অদ্ভুত দোকান খুলে বসে আছিস। আর কিছু নেই। শুধু ঢোল আর বন্দুক?
বল্টু: তা-ই তো বেচে কুল করতে পারি না। একজন একটা ঢোল কিনে নিয়ে গেলেই হলো, পরদিন তার বউ আসে বন্দুক কিনতে।

Advertisement

> নতুন গাড়ির দোকানে ঢুকেছেন স্বপন ও তার স্ত্রী। 
ঘুরে ঘুরে গাড়ি দেখছেন। 
রোমান্টিক কণ্ঠে স্ত্রী বলছেন-
স্ত্রী: আমাকে কী এমন কিছু উপহার দেবে, যেটায় পা দিয়ে একটু চাপ দিলেই ৩ সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শূন্য থেকে একশতে।
স্বপন এ কথা শুনে কিছু বললেন না। শুধু কথাটি মনে রাখলেন।
 পরদিন কিনে নিয়ে এলেন একটি ওজন মাপার যন্ত্র। 
স্ত্রীকে বললেন-
স্বপন: তুমি তো এটাই চাইছিলে! উঠে দাঁড়ালেই এক সেকেন্ডে কাঁটা উঠে যাবে একশতে।

> রাতে খাওয়া-দাওয়ার পর টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল-
স্ত্রী: তুমি একটা মূর্খ।
স্বামী: কেন?
স্ত্রী: তুমি সত্যি এমএ পাস?
স্বামী: হ্যাঁ।
স্ত্রী: তাহলে পত্নী শব্দের অর্থ জানো না কেন?
স্বামী: জানি না কে বলল?
স্ত্রী: জানলে বলো…
স্বামী: যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায়, তাকেই তো পত্নী বলে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement