Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> স্ত্রী: আচ্ছা বলতো? এই যে সমুদ্রে ঝড়গুলো ওঠে এসবের নাম নারীদের নামে কেন হয়?
স্বামী: যেমন!
স্ত্রী: এইযে, নার্গিস, ক্যাটরিনা এখন আবার শুনছি তিতলি।
স্বামী: ওহ! সোজা কথা, সংসারে নারীরা ঝড় তোলে, তাই সমুদ্রের ঝড় কি পুরুষেরা তুলবে?
> শিক্ষক: বিড়াল ইংরেজি কী?
ছাত্র: ক্যাট।
শিক্ষক: বিড়াল কীভাবে ডাকে?
ছাত্র: মিঁয়াও মিঁয়াও।
শিক্ষক: ইঁদুর ইংরেজি কী?
ছাত্র: মাউস।
শিক্ষক: ইঁদুর কীভাবে ডাকে?
ছাত্র: ক্লিক ক্লিক!
> পুলিশ: আপনি কি বিবাহিত?
বল্টু: হ্যাঁ, একটি মেয়েকে বিয়ে করেছি।
পুলিশ: আরে! সেটা তো বটেই, ছেলেকে কেউ বিয়ে করে না-কি?
বল্টু: হ্যাঁ, করেছে তো!
পুলিশ: কে করেছে?
বল্টু: কেন? আমার বোনই তো একটা ছেলেকে বিয়ে করেছে।
> গেদু: কি রে লেদু, বৃষ্টির মধ্যে কী করিস?
লেদু: বৃষ্টির মধ্যে বাগানে জল দিচ্ছি! তুই কী করিস?
গেদু: গাছের আম পাকা কি-না, সেটা দেখার জন্য গাছে উঠে নিশ্চিত হচ্ছি।
লেদু: ধুর, নেমে ঢিল দিয়ে দেখ আম পারা যায় কি-না!
> ছেলের জ্যাকেট চেক করল বাবা!
জ্যাকেটের পকেট থেকে সিগারেট, ক্যাটরিনার ছবি ও অনেকগুলো মেয়ের নম্বর পেল!
এসব পেয়ে রেগে গিয়ে ছেলেকে মারতে মারতে বলল-
বাবা: বেয়াদব, ফাজিল, কবে থেকে এসব করতেছিস?
ছেলে: আমি তো আজ আপনার জ্যাকেটটাই পরেছি!
> প্রেমিক-প্রেমিকা বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার বান্ধবীরা হাজির। এসেই প্রশ্ন করতে লাগল-
বান্ধবীরা: এটা কে রে?
প্রেমিকা: আমার ভাই।
বান্ধবীরা: কেমন ভাই রে? খুড়তুতো, মামাতো ?
প্রেমিকা: না, এসব কিছুই না।
বান্ধবীরা: তাহলে কী ভাই, বলবি তো?
প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)