Jokes in Bengali: হাসি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি সবসময় হাসতে থাকেন তাহলে অনেক মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন। কিন্তু আজকের এই দৌড়ঝাঁপ জীবনে আমরা নিজেদেরকে এতটাই ব্যস্ত করে ফেলেছি যে প্রিয়জনদের সাথে বসে হাসার সময় নেই। এমন পরিস্থিতিতে, আপনাকে হাসাতে, আমরা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের এমন কিছু মজার জোকস নিয়ে এসেছি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা পড়ার পরে আপনি হাসবেন। চলুন শুরু করা যাক হাসির ডোজ...
> স্যার ক্লাশে সবাইকে ক্রিকেট ম্যাচ নিয়ে রচনা লিখতে দিয়েছেন।
সবাই মন দিয়ে লিখে চলছে। ৩-৪ মিনিট পরেই স্যার হঠাৎ দেখেন রন্টি জানালা দিয়ে উদাস নয়নে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছে।
স্যার রন্টির কাছে জানতে চাইলেন, ‘এই তুমি লিখছো না কেন?’
রন্টি: স্যার আমার লেখা হয়ে গেছে!
স্যার: মানে? কই তোমার খাতা দেখি?
রন্টি স্যারকে খাতা এগিয়ে দিল,
স্যার দেখলেন খাতায় লেখা রয়েছে ‘বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করা হলো।’
> প্রথম বন্ধুঃ আমার জীবনে একটা ইচ্ছাও পূরণ হল না। তোর কোন ইচ্ছা পূরণ হয়েছে?
দ্বিতীয় বন্ধুঃ হ্যা হয়েছে,
ছোটবেলায় স্যারের হাতে চুল টানা খেতে খেতে ভাবতাম চুলগুলো না থাকলেই বুঝি ভালো হত। এখন দ্যাখ, মাথায় একটাও চুল নেই।
> শিক্ষক ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝাচ্ছিলেন। অনেকবার বোঝানোর পর শিক্ষক বললেন, ছোটন বলতো আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ছোটন: স্যার আকাশে তো খাওয়ার কেউ নেই, তাই!
> শিক্ষক: রনিত, বলতো বাংলায় কাল কত প্রকার ও কী কী?
রনিত : স্যার ৪ প্রকার।
শিক্ষক : কী কী?
রাকিব : ১) গতকাল, ২) সকাল, ৩) বিকাল ও ৪) আগামীকাল। তবে এর বাইরে আছে ক্ষণকাল ও মহাকাল।
> দুই বন্ধু পরীক্ষা শেষে রুম থেকে বের হয়ে বাড়ি ফিরছে।
পথে একজন আর একজনকে জিজ্ঞেস করছে - কীরে, পরীক্ষা কেমন হয়েছে?
দ্বিতীয় বন্ধু : কোনও প্রশ্নই কমন পড়েনি। তাই সাদা খাতা জমা দিয়ে এসেছি।
প্রথম বন্ধু: সর্বনাশ করেছিস। আমিও তো সাদা খাতা জমা দিয়েছি। স্যার তো মনে করবেন, আমি তোরটা নকল করেছি।
> ডাক্তার: আপনি চিন্তা ছেড়ে দিন, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
রোগী: কিন্তু সেটা কি আসলে সম্ভব?
ডাক্তার: হ্যা সম্ভব, আপনি ইচ্ছে করলেই পারেন।
রোগী: ঠিক আছে, আপাতত আপনাকে ভিজিটটা দিতে হচ্ছে না বলে চিন্তামুক্ত হলাম।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)