JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।
> এক কৃপণ গেছেন চিরুনি কিনতে—
কৃপণ: দাদা, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গিয়েছে।
দোকানদার: একটা কাঁটা ভেঙে গিয়েছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কৃপণ: না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!
> পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বললো—
পাত্র:বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।
শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’
> নতুন বউ নিয়ে বেড়াতে যাচ্ছে বল্টু । ট্যাক্সিতে পেছনের সিটে বসে স্বামী-স্ত্রীতে চলছে মধুর আলাপ! এমন সময় লক্ষ্য করলেন, ড্রাইভার গাড়ির আয়নায় বারবার স্ত্রীর দিকে তাকাচ্ছে। বল্টু ভীষণ ক্ষেপে গেলেন—
বল্টু: এই ব্যাটা, অমন মিটমিট করে বারবার কী দেখিস? দাঁড়া, তোর দেখা আমি বের করছি। তুই পেছনে এসে বস, আমিই গাড়ি চালাব!
>শিক্ষিকা- যদি কখনো স্কুলের সামনে বোমা দেখা যায়, তাহলে বাচ্চারা কী করবে...
মোলু- কিছুক্ষণ দেখব তারপর ম্যাডাম ...
তুলে নিয়ে স্টাফ রুমে রাখব..
এই উত্তরের পর ক্লাসে দীর্ঘ নীরবতা নেমে আসে।
> কর্মচারী- স্যার, আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করিনি, তবুও আমি ২০০ টাকা ভর্তুকি পেয়েছি।
বস- এটা ভর্তুকি নয়, আপনার ইনক্রিমেন্ট।
> স্বামী - তোমাকে বিয়ে করে একটা লাভ পেয়েছি
বউ - কী লাভ?
স্বামী- এই জন্মেই আমার পাপের শাস্তি পেয়ে গেলাম।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)