Husband Vs Wife JOKESJokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> স্ত্রী:- তুমি কি আমার সৌন্দর্য বেশি পছন্দ কর নাকি আমার সংস্কার?
স্বামীঃ- তোমার এই মজা করার অভ্যাস আমার খুব ভালো লাগে।
স্বামীর কথা শুনে স্ত্রী অবাক...
> স্বামী- বিয়ের সময় সাত পাক নেওয়ার সময়...
তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে এবং মেনে নিয়েছিলে যে তুমি আমাকে সম্মান করবে, আমি যা বলবো তা পালন করবে…!
স্ত্রীঃ তাহলে কি এত লোকের সামনে তোমার সঙ্গে তর্ক করব?
স্ত্রীর কথা শুনে অবাক স্বামী!
> স্ত্রীঃ কোন নতুন কবিতা শোনাও?
স্বামী: মার্বেল থেকে খোদাই করা,
ঈশ্বর বানিয়েছে তোমার শরীর..
স্ত্রী (খুশি হয়ে): এরপর?
স্বামী: বাকি পাথর তোমার মস্তিষ্কে বসিয়ে দিয়েছে...
> মনু: ওরে তোর মাথা ফেটে গেল কীভাবে?
সোনু: চপ্পল দিয়ে পাথর ভাঙছিলাম।
মনু: কিন্তু মাথাটা এলো কোথা থেকে?
সোনু: পাশ দিয়ে যাওয়া একজন বলল, মাথার খুলিটা একবার ব্যবহার করে দেখুন।
> চিন্টু- চিন্টি, ৪ ঘণ্টা কোথায় নিখোঁজ ছিলে?
চিন্টি- কেনাকাটার জন্য গেছিলাম।
চিন্টু- ঠিক আছে বাবু, কী কিনলে?
চিন্টি- একটা টপ এবং প্রচুর সেলফি
চিন্টি কথা শুনে চিন্টুর মাথা ঘুরছে...
> পল্টু: কিরে বল্টু মন খারাপ কেন?
বল্টু: বউ রাগ করে আমার লগে দুই সপ্তাহ ধরে কথা কয় না। এমন বউ রেখে কী লাভ? ভাবছি ছেড়েই দিমু।
পল্টু: বলিস কি? তোর তো মজা। এমন বউ ছেড়ে না দিয়ে আরও বেশি আগলে রাখ। বাই দ্য ওয়ে কি করলে বউ দুই সপ্তাহ চুপ থাকব সেই বুদ্ধিটা আমারে শিখায়ে দে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)