Jokes: হাসলে আমাদের মন ফুরফুরে থাকে। এছাড়া এতে আমরা সতেজ অনুভব করি এবং আমাদের মুখের উজ্জ্বলতা বজায় থাকে। তাই আমাদের সবসময় হাসতে চেষ্টা করা উচিত। আপনাকে হাসাতে, আমরা কিছু মজার ভাইরাল জোকস নিয়ে এসেছি। এগুলো পড়ে আপনি না হেসে পারবেন না।
>এক ভদ্রলোক বলছিলেন যে
তিনি গত ২০ বছর ধরে গীতার উপদেশ শুনছেন...!
খোঁজ নিয়ে জানা গেল
তার স্ত্রীর নাম গীতা...!!!
>রমেশ- দেখ তো, সূর্য উঠেছে নাকি?
চাকর: বাইরে অন্ধকার।
রমেশ- আরে টর্চ জ্বালিয়ে দেখ...
>মাস্টার- শান্তি কার বাড়িতে থাকে...?
সোনু- যে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই মোবাইলে ব্যস্ত থাকে...!!!
>স্ত্রী- আরে শোনা, আমার ত্বক খুব অয়েলি হয়ে গেছে।
আমি এখন কী করব?
স্বামী- বাসন মাজাক সাবান নাও, এটা ঠিক করে দেবে,
এর পর স্বামীকে বেধড়ক মারধর!.
> ছেলেপক্ষ- আরে লজ্জা পেয়ো না.... কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো
পাত্রী - তোমরা যদি সিঙ্গারা না খাও তাহলে আমি খাই!
>স্ত্রী- শোন না র্যাগিং কাকে বলে?
স্বামী- এই যে তুমি প্রতি বিবাহবার্ষিকী ও জন্মদিনে জোর করে উপহার চাও, একে ইংরেজিতে বলে র্যাগিং।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)