Advertisement
কলকাতা

Amit Shah in Kolkata Durga Puja 2025: দুর্গাপুজো উদ্বোধন থেকে কালীঘাটে পুজো, কলকাতায় ঝটিকা সফর কেমন হল শাহের? ছবিগুলি রইল

জমি শক্ত করতে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • 1/12

পুজোর আবহেই বাংলায় ভোট রাজনীতির উত্তাপ। কলকাতার রাস্তায় যখন পুজোর ভিড়, তার মধ্যেই রাজনৈতিক জমি শক্ত করতে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
 

কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন
  • 2/12

দু’দিনের সফরে তিনি পুজো উদ্বোধন করলেন, কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন। আর প্রতিটি পদক্ষেপেই তৃণমূল সরকারকে আক্রমণ করে বিজেপির ভোটের মঞ্চ তৈরি করে গেলেন।
 

তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ
  • 3/12

শাহ কলকাতার একাধিক পুজোর মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। বৃষ্টিতে জল জমে মৃত্যু, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণহানি, এসব প্রসঙ্গ টেনে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেন। 
 

Advertisement
মমতার ঘরে ঢুকে আমরা লড়াইয়ের বার্তা
  • 4/12

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অমিত শাহর কালীঘাট মন্দিরে সফর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেখানে, সেখানেই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে অমিত শাহ যেন বোঝাতে চাইলেন, তৃণমূলের শক্ত ঘাঁটিতেও তারা প্রবেশ করতে প্রস্তুত। দলের এক নেতার কথায়, এটা প্রতীকী যুদ্ধঘোষণা। মমতার ঘরে ঢুকে আমরা লড়াইয়ের বার্তা দিয়ে গেলাম।
 

 ভরসা ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেব
  • 5/12

অমিত শাহর সফরের ঠিক আগেই বাংলার নির্বাচনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবকে। 
 

২০২৬ এর বিধানসভা ভোটে বিজেপি সংগঠন গড়ে তুলতে চাইছে নতুন ছকে
  • 6/12

শাহর উপস্থিতিতেই এ বার্তা আরও স্পষ্ট হয়ে গেল যে, ২০২৬ এর বিধানসভা ভোটে বিজেপি সংগঠন গড়ে তুলতে চাইছে নতুন ছকে। ভূপেন্দ্র যাদবের সাংগঠনিক দক্ষতা আর বিপ্লব দেবের বামশাসন ভাঙার অভিজ্ঞতা, দুটোকেই কাজে লাগাতে চাইছে বিজেপি।
 

অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেন
  • 7/12

অমিত শাহর সফরের পর তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেন। তাঁর দাবি, পুজোর আবেগকে ব্যবহার করে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন শাহ। মানুষ এসব মেনে নেবে না। অভিষেক বলেন, '৬ বছর আগে অমিত শাহর নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। বহিরাগতরা মূর্তি ভেঙেছিল। কলকাতা শহরকে সেদিন জল্লাদদের উল্লাসমঞ্চে পরিণত করা হয়েছিল।'

Advertisement
আবহাওয়ার দুশ্চিন্তার মধ্যেই রাজনীতি
  • 8/12

শাহর সফরের আগেই কলকাতা ও আশেপাশে টানা বৃষ্টি হয়েছিল। মহালয়ার পর থেকেই গভীর নিম্নচাপের প্রভাবে শহরের বহু এলাকায় জল জমে যায়।  সেগুলিও ইস্যু করে শাসক দলকে আক্রমণ করেন। পুজোর আবহে রাজনৈতিক ঝড়বৃষ্টির মিশ্রণ যেন আরও স্পষ্ট হয়ে ওঠে।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন
  • 9/12

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। ঘুরে দেখেন পুজো মণ্ডপ।

সোনার বাংলা নির্মাণ
  • 10/12

পরে মঞ্চ থেকে তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করেছি, এবার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়।

অমিত শাহ বিদ্যাসাগরকে স্মরণ করলেন
  • 11/12

পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই অমিত শাহ বিদ্যাসাগরকে স্মরণ করলেন। ভূয়সী প্রশংসা করলেন ইশ্বরচন্দ্রের। 

Advertisement
বিদ্যাসাগরের স্তূতি অমিত শাহের গলায়
  • 12/12

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শাহের কথায়, শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি আর নারীশিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন, তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য।

Advertisement