
শুক্রবার সকালেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন দলীয় নেতৃত্ব।

মন্দিরে বরণ করে স্বাগত জানান হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

মা ভবতারিণীর মন্দিরে পুজো দেন অমিত শাহ। জানান বাংলা ও দেশের মানুষের জন্য প্রার্থনা করেছেন তিনি।

মা ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আরতীতেও অংশ নেন অমিত শাহ।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

এদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর থানে বেশ কিছুক্ষণ সময় কাটান অমিত শাহ। তিনি বলেন, মোদীজির নেতৃত্বে দেশ আবার এক নম্বরে যাবে।

এরপর উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ।

পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ সুরেলা সময় কাটালেন অমিত শাহ।

মতুয়া পরিবারে ভোজনের আগে এই মন্দিরই গন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত মতুয়া সম্প্রদায়।