scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Global Summit 2022: আদানী-মমতা মিটিং-ধনখড়ের প্রশংসা, BGBS-এর প্রথম দিন, PHOTOS

Bengal Global Summit 2022
  • 1/10

আরও লগ্নি, কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। 

Bengal Global Summit 2022
  • 2/10

তার আগেই মঙ্গলবার সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈশভোজের মধ্যে দিয়ে শুরু হয় শিল্প সম্মেলনের আসর।

Bengal Global Summit 2022
  • 3/10

সম্মেলনে আগত শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতাতেও দেখা যায় তাঁকে।  

Advertisement
Bengal Global Summit 2022
  • 4/10

করোনা পর্বে দু'বছর বন্ধ ছিল সম্মেলন। ফলে এদিন থেকে ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন হলে আয়োজিত হচ্ছে দু'দিনের এই সম্মেলন। 
 

Bengal Global Summit 2022
  • 5/10

বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। এদিন সম্মেলন উদ্বোধনের আগেই আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Bengal Global Summit 2022
  • 6/10


 বেলা ১২টায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্মেলনে ১৯টি দেশের আড়াইশো জন প্রতিনিধি যোগ দেন। 

Bengal Global Summit 2022
  • 7/10

অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাংলার শিল্প-সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাংলা যা আজ ভাবে, কাল তা গোটা দেশ ভাবে’ 

Advertisement
Bengal Global Summit 2022
  • 8/10

প্রথম দিনের বাণিজ্য সম্মেলন ছিল জমজমাট। গৌতম আদানি থেকে শুরু করে সজ্জন জিন্দল কিংবা আজিম প্রেমজি-- শিল্পপতিদের উপস্থতিতে চাঁদের হাটে পরিণত হয়েছিল 

Bengal Global Summit 2022
  • 9/10

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক শিল্পপতিরা বক্তব্য রাখেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে প্রত্যাশা মতোই এল বিনিয়োগও। 

Bengal Global Summit 2022
  • 10/10

রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করলেন গৌতম আদানি । আগামী দশ বছরে বাংলা দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। তৈরি হবে ২৫ হাজার কর্মসংস্থান। কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।

Advertisement