Bengal Summer Update : দক্ষিণবঙ্গে পৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তরে রয়েছ ঝড়বৃষ্টির পূর্বাভাস। এমনটাাই জানিয়েছে হাওয়া অফিস।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহারে বৃষ্টি হবে এবং অন্যান্য তিনটি জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ বঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ,শুষ্ক আবহাওয়ায় থাকবে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে সকালের দিকে এবং বিকেলের দিকে।
হালকা হওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে খুব সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। যা তাপমাত্রা ছিল, তাই তাপমাত্রা থাকবে। সামান্য তাপমাত্রা কমতে পারে বেশ কয়েকটি জেলার এর কারণ হচ্ছে মেঘলা আবহাওয়া।
এই মেঘলা জন্যই সর্বনিম্ন তাপমাত্রা রাতের দিকে অনেকটাই বাড়বে। দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। উত্তরবঙ্গে তিন ও চার তারিখে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ এই বছর মার্চে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি, বিগত ১০ বছরের মার্চে এত কম তাপমাত্রা ছিল না।
এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না কমই থাকবে। এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম।