scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Durga Puja Weather : বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস

বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 1/8

কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আপাতত কমেছে। তবে বৃষ্টি কমলেও চিন্তা যাচ্ছে না। 

বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 2/8

কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস, ৩২ ডিগ্রি বা তার আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে পুজোর সময়। ফলে সেই সময় প্যাচপেচে গরম থাকার সম্ভাবনা প্রবল। 

বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 3/8

আজ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওয়েদার সিস্টেম সেরকম উল্লেখযোগ্য কিছু থাকছে না। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা অনেকটা সরে গেছে।

Advertisement
বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 4/8


হাওয়া অফিসের বার্তা, বর্তমানে সেটি মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে। আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 5/8


প্রধানত হালকা বৃষ্টি, কোথাও কোথাও আবার দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। 

বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 6/8

 একই রকম কোনও কোনও দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রধানত হালকা বৃষ্টি সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশেপাশে ৩২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 7/8

 

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ৪ বা ৫ দিন কিছুটা উত্তরের জেলাগুলোতে বৃষ্টি হবে। 

Advertisement
বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস
  • 8/8

অন্য জেলাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কতা নেই। বজ্রবিদ্যুতের সেরকম কোন সতর্কতা নেই। দু এক জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 

Advertisement