Advertisement
কলকাতা

Kolkata West Bengal Weather Monsoon: দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল

দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 1/8

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে কয়েকদিন আগেই। বৃষ্টিও হয়েছে একাধিক জেলায়। কোথাও ভারী কোথাও অল্প। 

দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 2/8

ফলে উত্তরবঙ্গে মানুষ খুশি। আগামী কাল থেকে সেখানে ফের বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি কাল হলেও আজ তাপমাত্রার কোনও হেরফের হয়নি। 

দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 3/8

তবে দক্ষিণবঙ্গের মানুষ এখনও বেজায় অস্বস্তিতে। কারণ সেখানে এখনও বর্ষা প্রবেশ করেনি। কবে ঢুকবে বর্ষা? তা নিয়ে এখনও আশার কথা শোনাতে পারেনি আলিপুর হাওয়া অফিস। 

Advertisement
দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 4/8

তবে জানানো হয়েছে, সাধারণত ১১-১২ জুন নাগাদ বর্ষা প্রবেশ করে দক্ষিণবঙ্গে। এবারও সেই সময় বর্ষা প্রবেশ করবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 5/8

তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন  বীরভূম, মুর্শিদাবাদ ও  নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 6/8

সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওা দফতর। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। 

দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 7/8

তবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই বলে খবর। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে শহরে। 

Advertisement
দক্ষিণবঙ্গে বর্ষা কবে? আবহাওয়া দফতর যা জানাল
  • 8/8

হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গেই থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেই কারণে এখনও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারছে না। 

Advertisement