scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Update News : পুজোর বাকি আরও ২ দিন, বড় UPDATE দিয়ে দিল হাওয়া অফিস

 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 1/9


বৃষ্টিই যেন অসুর। অষ্টমীর সন্ধে বা নবমী। দুই দিনই বৃষ্টি হবে রাজ্যে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 

 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 2/9


হাওয়া অফিস প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, আজ দুই মেদিনীপুর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। 

 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 3/9


উত্তরবঙ্গেও একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, রাতভর বৃষ্টি হতে পারে। 

Advertisement
 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 4/9

আবার নবমীর দিনও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হচে পারে। তবে পরিমাণে সামান্য।

 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 5/9

উত্তরবঙ্গেও কাল বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিভিন্ন জায়গাতে। 
 

 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 6/9

প্রসঙ্গত, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই কারণে সোম থেকে বুধবার পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।
 

 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 7/9

এছাড়াও দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন মেঘলা আকাশ থাকবে। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামী দশমী পর্যন্ত।

Advertisement
 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 8/9

উল্লেখ্য, ষষ্ঠী থেকে জেলায় জেলায় বৃষ্টি হলেও ঠাকুর দেখতে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। কলকাতাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। 
 

 পুজোর বাকি আরও ২ দিন, আশঙ্কা বাড়িয়ে বড় UPDATE হাওয়া অফিসের
  • 9/9

তবে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে পুজোয় প্রভাব পড়েছে। কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হয়েছে।

Advertisement