scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS : 'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 1/10

ভবানীপুরের বিধানসভা উপ-নির্বাচনে ৫৮,৮৩২ ভোটে জিতেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত ভোটের ব্যবধানে জিতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। আর তাতে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকরা। 

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 2/10

রীতিমতো সবুজ আবির মেখে জয়ের আনন্দে মেতে ওঠেন তাঁরা। তালিকায় ছিলেন ৮ থেকে ৮০ সব্বাই। 

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 3/10

মহিলা-পুরুষ সবাই আনন্দে মেতে ওঠেন। ভবানীপুরের কোনও কোনও জায়গায় ডিজে বাজিয়ে নাচেন কর্মী-সমর্থকরা। 
 

Advertisement
'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 4/10

বিভিন্ন সাজে দেখা যায় তৃণমূল শিবিরের লোকজনকে। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে তৈরি মুখোশ পরে রাস্তায় বেরোন।

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 5/10

অনেককে দেখা যায় গোটা শরীর তৃণমূলের পতাকায় রাঙাতে।   
 

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 6/10

২০২১-এর বিধানসভা ভোটে রাজ্যেজুড়ে খেলা হবে স্লোগানের রমরমা ছিল। সেই স্লোগান লেখা পোস্টারও দেখা যায় কারও কারও হাতে। 
 

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 7/10

 প্রথম কয়েক রাউন্ড গণনা হতেই রাস্তায় বেরিয়ে পড়েন তৃণমূলের কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভবানীপুরে ভিড় বাড়তে থাকে। 

Advertisement
'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 8/10

 বেশ কয়েক রাউন্ড গণনার পর কার্যত পরিষ্কার হয়ে যায়, মমতার জয় এখন সময়ের অপেক্ষা। 
 

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 9/10

তার মধ্যেই  রাস্তায় শুরু হয়ে যায় আবির খেলা। কোথাও কোথাও আবার মিষ্টি বিতরণও করা হয়। 
 

'আবির মেখে খেলা হবে স্লোগান' রং-বেরংয়ের উচ্ছ্বাস ভবানীপুরে
  • 10/10

তৃণমূল কর্মী-সমর্থকরা জানান, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই ভবানীপুরের এই জেলা খুব ,গুরুত্বপূর্ণ ছিল।   

Advertisement