scorecardresearch
 
Advertisement
কলকাতা

Dilip Ghosh: দিলীপের পায়ে বল, বললেন, 'বাকিরা ডায়লগ দেয়, আমি গোল'

Dilip ghosh
  • 1/10

আজ, ১৬ অগাস্ট রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করছে  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজন করা হয়েছে 'খেলা হবে'। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 'খেলা হবে' দিবসে এবার ফুটবল খেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
 

Dilip ghosh
  • 2/10

রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ।  ইকো পার্কে শরীর চর্চা খেলার পাশাপাশি তাঁকে দেখা যায় ফুটবল খেলতে। 

Dilip ghosh
  • 3/10


দিলীপ ঘোষ বলেন, “আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলে আসছি ।খোলা মাঠে কাদার ওপরে কখনও বাতাবি লেবু, কখনও প্লাস্টিক দিয়ে বেঁধে বল খেলতাম। এখন খেলাধুলো উঠে গিয়েছে। কিন্তু ওরা খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় নিয়ে গেছে।” 

Advertisement
Dilip ghosh
  • 4/10

এর পরেই রাজ্য সরকারের 'খেলা দিবস' নিয়ে কটাক্ষ করেন দিলীপ। বলেন, ''খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে।”
 

Dilip ghosh
  • 5/10

এদিনের খেলায় গোলও করতে দেখা যায়  দিলীপ ঘোষকে। তারপরই স্বভাব সুলভ ভঙ্গিতে তাঁকে বলতে শোনা যায়, “বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই।”
 

Dilip ghosh
  • 6/10

১৫ অগাস্টের দিন ক্রিকেটও খেলেছিলেন তিনি। সেই কথাও জানান দিলীপ। বলেন,  “সিন্ডিকেট ও কাটমানির খেলায় নিয়ে গেছে ওরা। আমরা চাই ফুটবল ফিরে আসুক।ফুটবলের খেলা হোক। আমাদের নতুন ছেলে যুবক যুবতীরা খেলা করে শরীর স্বাস্থ্য ঠিক করুক। বাংলাতে দেশের সম্মান আরও বাড়ুক। সেই জন্য আজ আমরা ফুটবল খেলছি, গতকাল ক্রিকেট খেলেছি। কিছু না কিছু রোজ করি আমরা।”
 

Dilip ghosh
  • 7/10

এদিকে  স্বাধীনতা দিবসের রাজ্যপালের চা চক্রের আসরে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী  দিলীপ ঘোষকে নবান্নে চায়ের আসরে আমন্ত্রণ জানান। দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা করার অভ্যাসকে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ।
 

Advertisement
Dilip ghosh
  • 8/10

 চা চক্রের আসরে রাজ্যপালের সামনে বিরোধী-শাসক দলের নেতৃত্ব মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে নবান্নে চায়ের আসরে আমন্ত্রণ জানান। দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা করার অভ্যাসকে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ।
 

Dilip ghosh
  • 9/10

তা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন "এদিনের সাক্ষাতে রাজনীতি উর্ধ্বে ছিল।"  দিলীপ ঘোষ   স্পষ্ট করে দেন এটা ছিল কেবল সৌজন্য বিনিময়।  দিলীপ ঘোষ বলেন, “ওখানে কুশল বিনিময় হয়েছে, তবে মত বিনিময়ের জায়গা নেই। ওঁ বলেছেন, ‘আসুন একবার নবান্নে।’ আমি বলেছি, ‘হ্যাঁ যাবো।’ শরীর স্বাস্থ্য কেমন আছে, কে কতক্ষন হাঁটেন, ব্যায়াম করেন, কী খান- এই সব গল্পই হয়েছে।” 
 

Dilip ghosh
  • 10/10

এদিন কুণাল ঘোষকেও বিঁধেছে দিলীপ।  সম্প্রতি ত্রিপুরায় ঘাসফুল শিবিরের উপর আক্রমণের প্রতিবাদ করে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবার তাঁকে পাল্টা কটাক্ষ করে দিলীপ বললেন, '' এখন বড় বড় কথা বলছেন। ৩-৪ বছর আগেও জেলে নিয়ে যাওয়ার সময় ডাকাতরানি, চোরের রানি বলতেন।'' 
 

Advertisement