scorecardresearch
 
Advertisement
কলকাতা

৫৫ বছর পেরিয়েও সীমান্তে কড়া নজর

প্রতিষ্ঠা
  • 1/6

অনুপ্রবেশ, চোরাচালান ও সামরিক হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার 'প্রথম লাইন' হিসেবে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পরে ১৯৬৫ সালের ১ ডিসেম্বর ভারতীয় সংসদের একটি আইন অনুসারে বিএসএফ-এর কাজ শুরু।

তার আগের ঘটনা
  • 2/6

বিএসএফ গঠনের আগে ভারতীয় সীমান্তে অবস্থিত ভারতীয় রাজ্যগুলির পুলিশ বাহিনীকে সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল।

মৃত্যু পৰ্যন্ত কর্তব্য
  • 3/6

'মৃত্যু পৰ্যন্ত কর্তব্য'। এটাই তাঁদের মোটো। এটাই তাঁদের মন্ত্র।

Advertisement
উদযাপন
  • 4/6

৫৫ বছরের কঠিন যাত্রার সফল সমাপ্তির পরে, বিএসএফ তার সমস্ত প্রতিষ্ঠানে ৫৬ তম উত্থাপন দিবস পালন করল মঙ্গলবার।

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা
  • 5/6

আমফানের পর বিভিন্ন এলাকায় আটকে পড়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল বিএসএফ। 

সীমান্ত সুরক্ষার বাইরে
  • 6/6

সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি রাখা ছাড়াও বছরভর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। রক্তদান শিবির, গাছ লাগানো তারই কয়েকটি উদাহরণ।

Advertisement