scorecardresearch
 
Advertisement
কলকাতা

Christmas 2020: মন খারাপ বো ব্যারাকের! বড়দিনের আগে ফাঁকা কলকাতার অ্যাংলো পাড়া

বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 1/9

এই মুহূর্তের মানব জীবনের সবচেয়ে বড় ভিলেন করোনা। বছরের অন্যান্য উৎসবগুলির মতোই ছন্দপতন হয়েছে বড়দিন উদযাপনেও। ফিকে হয়েছে আনন্দ। মন খারাপ কলকাতার অ্যাংলো পাড়া বো- ব্যারাকের বাসিন্দাদের।

বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 2/9

বউবাজার থানার পেছনের গলিতেই কলকাতার অ্যাংলো পাড়া। ক্যারল, গিটারের  সঙ্গে মন খোলা গান, ঝলমলে আলো ও একরাশ হাসি মুখ। সব মিলিয়ে যেন এখানে এক অন্য মাদকতা তৈরী হয় বড়দিনে।

বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 3/9

 তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। আলো ও ক্রিসমাসের অন্যান্য সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে ঠিকই। তবে ফিবছর যেখানে গিজগিজ করে মানুষের ভিড়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে বড়দিন উদযাপনে... এই বছর একেবারে ফাঁকা।

Advertisement
বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 4/9

 অতিমারীর জেরে বাইরে থেকে ঘরে ফিরতে পারছেন না অনেকেই। আবার প্রতিবছর এখানে বাসিন্দাদের বাড়িতে আসেন বহু আত্মীয়-পরিজন। তাঁরা কেউই এবার আসতে পারছে না । তাই বিষাদ মেখে ঘরোয়া ভাবেই উদযাপন করছেন তাঁরা।

বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 5/9

কিছু লাল রঙা ইটের বাড়িতে নতুন করে রঙের প্রলেপ পড়েছে ঠিকই। তবুও যেন ফিকে সব আনন্দ। চারিদিকে ছেয়ে রয়েছে নিঃশব্দতা।

বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 6/9

প্রতি বছর কলকাতার পার্কস্ট্রিটে ছাড়াও  বো ব্যারাকে বড়দিনের সপ্তাহে ও নতুন বছরে ভিড় জমান সকলে।

বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 7/9

এত বছরের সেই ঐতিহ্যে ঘাটতি পড়লো এবার।সকলের মঙ্গল চেয়ে তাই এই বছরের 'বো-ফেস্ট' বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বো ব্যারাক রেসিডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।

Advertisement
বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 8/9

 যে টুকু উদযাপন, সাজানো, সেক্ষেত্রেও মেনে চলা হবে সমস্ত কোভিড গাইডলাইন।

বড়দিনের আগে মন খারাপ বো ব্যারাকের
  • 9/9

প্রভু যীশুর কাছে সকলে এটাই প্রার্থনা করছেন, তাড়াতাড়ি সেরে উঠুক এই পৃথিবীর অসুখ। স্বাভাবিক হোক মানুষের জীবনযাত্রা। তাহলে আগামীতে আবার এই বো ব্যারাকে আনন্দে গা ভাসাবেন সকলে।

Advertisement