তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এই সময়ে সাধারণের কী কী করা উচিত, আর কী কী না করা উচিত। NDMA India তরফ থেকে এ বিষয়ে ট্যুইট করা হয়েছে। (সব ছবি প্রতীকী)
ভয় পাবেন না। গুজবে কান দেবেন না। নিজে সতর্ক থাকুন এবং বাকিদেরকেও সাবধানে রাখুন।
The Cyclonic Storm ‘JAWAD’ over westcentral Bay of Bengal lay centered at 2330 hrs IST of yesterday, the 03rd December 2021, over westcentral Bay of Bengal about 250 km southeast of Vishakhapatnam, 430 km south-southwest of Puri and 510 km south-southwest of Paradip . pic.twitter.com/6dN6QjZCqC
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2021
আপনার বাড়িতে মোবাইল ফোনে ফুল চার্জ দিয়ে রাখুন। কারণ ঝড় এলে কারেন্ট চলে যেতে পারে। ফলে জরুরি কিছুর জন্য মোবাইল কিংবা ট্যাবের প্রয়োজন হতে পারে।
আপনার বাড়ি যদি কোনও উপকূলীয় এলাকায় হয় কিংবা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে অতি দ্রুত বাড়ির গুরুত্বপূর্ণ নথি ও দরকারি সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখুন
আপনার বাড়ির পোষ্য কিংবা পাড়ার কুকুর-বিড়াল কিংবা অন্যান্য প্রাণী নিরাপদ স্থানে রয়েছে কিনা সেই দিকেও খেয়াল রাখুন। এই বিষয়ে আপনি আপনার এলাকার আরও কয়েকজনকে সঙ্গে নিতে পারেন।
ঝড়-বৃষ্টির সময় বাড়ির সমস্ত সুইচ অফ রাখুন। এই সময়ে রান্নার গ্যাস না জ্বালানোই ভালো। ঘরের সমস্ত দরজা-জানলা বন্ধ রাখুন।
যদি আপনার মনে হয় আপনার বাড়ির নিরাপদ জায়গায় নয়, তাহলে অতি দ্রুত মায়া ত্যাগ করে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আসুন। আত্মীয়ের বাড়ি কিংবা সরকারি ত্রাণ শিবিরে সাময়িক আশ্রয় নিন।
এই সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম গুজব ছড়ায়। সেই দিকে কান না দিয়ে সরকারি তথ্য যা বলছে সেই দিকে নজর রাখুন।