scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS : Cyclone Yaas-এ বিমান বাতিল দমদমে, বিপাকে যাত্রীরা

ঘূর্ণিঝড়
  • 1/12

ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)-এর জেরে প্রভাবিত হল কলকাতা বিমানবন্দরের পরিষেবা। বুধবারন অনেক যাত্রীকে হয়রানির মুখে পড়তে হয়। সব ছবি: প্রবীর বিশ্বাস

গন্তব্যে
  • 2/12

তাঁরা আদৌ গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, এ নিয়ে বিভ্রান্তি ছড়ায় তাঁদের মনে।

বিকল্প
  • 3/12

আগে থেকেই জানা থাকলে তাঁরা আসতেন না। বিকল্প কোনও ব্যবস্থা করতেন।

Advertisement
বিমান
  • 4/12

বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, বিমান বাতিল হলেও সেই তথ্য তাদের জানানো হয়নি। সে ব্যাপারে কোনও কিছুই তাঁদের জানানো হয়নি।

বিমানবন্দরে
  • 5/12

ফলে তাঁরা চলে এসেছেন বিমানবন্দরে। এখন এসে ফেঁসে গিয়েছেন। কারণ তাঁরা বিমানবন্দরে আসার পর জানতে পারছেন, তা বাতিল হয়েছে।

উত্তরপ্রদেশ
  • 6/12

তেমনই একজন যাত্রী ছোটেলাল। তিনি এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। ট্রেনে করে যাবেন আগরতলায়। বিমান ধরার জন্য পৌঁছে গিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। দুপুর দু'টো কুড়িতে তাঁর বিমান ছিল কিন্তু বাতিল হওয়ায় ফ্যাসাদে পড়েছেন তিনি।

সকালে
  • 7/12

কলকাতা বিমানবন্দরের পরিষেবায় এদিন সকাল সাড়ে আটটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের কারণে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

Advertisement
ধামড়ায়
  • 8/12

ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) আছড়ে পড়েছে ওডিশার ধামড়ায়। তার প্রভাব পড়েছে এ রাজ্যেও। এর জেরে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝড়ো হাওয়া বইছে। অনেক জায়গায প্লাবিত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে।

অভিযোগ
  • 9/12

তবে যাত্রীদের একাংশ অভিযোগ করেছেন, এ ব্যাপারে তাঁদের কিছু জানানো হয়নি। আর তাই তারা সমস্যায় পড়েছেন।

আগরতলা
  • 10/12

ছোটেলাল জানালেন, আমি উত্তরপ্রদেশ থেকে এসেছি এবং আগরতলা যাচ্ছি।

ট্যাক্সি
  • 11/12

তাঁর দাবি, আমাকে কোনও কিছু জানানো হয়নি যে পরিষেবা বন্ধ রয়েছে। আমার জানা থাকলে তো আমি যেখানে ছিলাম, সেখানেই থাকতাম। আমি ট্রেনে করে এসেছি। তারপরে ট্যাক্সি করে এখানে এসেছি। এখন কি করব, জানি না।

Advertisement
ল্যান্ডফল
  • 12/12

এদিকে, তাণ্ডব শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas)। ল্যান্ডফল করে আরও কিছুটা সময় রয়েছে। তবে এরই মাঝে বাংলা এবং ওডিশায় শুরু হয়ে গিয়েছে তুমুল বৃষ্টিপাত। সঙ্গে প্রবল গতিবেগে হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে বুধবার নবান্নে রাত জেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ওডিশার ধামড়ায় ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas)-এর। তার আগে এর জেরে কলকাতায়ও শুরু হয়েছে বৃষ্টিপাত। সব ছবি: প্রবীর বিশ্বাস

Advertisement