Advertisement
কলকাতা

Dilip Ghosh Rinku Majumdar Honeymoon: একদা RSS পাঠিয়েছিল, সেই আন্দামানেই দিলীপের হানিমুন, রইল প্রেমের সেই সব ছবি

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 1/10


একটা সময়ে যে আন্দামান দ্বীপপুঞ্জে RSS কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, হানিমুনের জন্য সেই আন্দামানকেই বেছে নিয়েছেন দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের ৭ মাস পর  মধুচন্দ্রিমায় গিয়েছেন তিনি। ঘুরেছেন হ্যাভলক আইল্যান্ড। RSS কর্মী হিসেবে আন্দামান আর স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমায় আন্দামান কতটা আলাদা ছিল BJP নেতার কাছে? 

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 2/10

২০২৫ সালের ১৮ এপ্রিল চারহাত এক হয় দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের। একটা সময়ে RSS করা এই গেরুয়া শিবিরের নেতার বিবাহবিচ্ছিন্না মহিলাকে বিবাহ দেখে সঙ্ঘ পরিবারের অনেকেরই চোখ কপালে উঠেছিল। রীতিমতো চর্চা শুরু হয়েছিল দিলীপ-রিঙ্কুর বিয়ে নিয়ে। 

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 3/10

আর এবার চর্চায় তাঁদের হানিমুন। বরাবরই 'কুছ পরোয়া নেহি' অ্যাটিটিউট নিয়ে চলা দিলীপ ঘোষ এবারও 'ডোন্ট কেয়ার' মোডে। রিঙ্কু মজুমদারের কথায়, অনেকেই তাঁদের একটা দমবন্ধকর পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছিল। সেই সব বাধা, দ্বন্দ্ব কাটিয়ে উঠে তাঁরা হানিমুনে যেতে পেরেছেন। 

Advertisement
Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 4/10

বিয়ের সময়েও সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিশির শিকার হয়েছিলেন দিলীপ এবং রিঙ্কু। কখনও বেশি বয়সে বিয়ে করার জন্য তো কখনও আবার রিঙ্কুর ছেলের মৃত্যু নিয়ে। বিয়ের এক মাসের মধ্যেই রিঙ্কু পুত্র সৃঞ্জয় দাশগুপ্তর মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল নবদম্পতিকে।

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 5/10

সমস্ত সমালোচনার মুখে ছাই দিয়ে দিলীপ-রিঙ্কু মধুচন্দ্রিমায় একান্ত সময় কাটালেন আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে। বিয়ের সময়ে দিলীপ জানিয়েছিলেন, রিঙ্কুর পছন্দ মতো কোনও জায়গায় হানিমুনে যাবেন তাঁরা। ফলত বোঝাই যাচ্ছে, দিলীপের পুরনো কর্মক্ষেত্রকে হানিমুনের ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন তাঁর অর্ধাঙ্গিনীই। 

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 6/10


৫ দিনের জন্য আন্দামানে হানিমুন কাটালেন রিঙ্কু-দিলীপ। ৮ বছর আন্দামানে RSS কর্মী হিসেবে কাজ করেছিলেন দিলীপ। এলাকা তাঁর হাতের তালুর মতোই চেনা। ফলে রিঙ্কুর হাত ধরে যে যে এলাকা তিনি ঘুরলেন, সেখানে বহু পরিচিত মানুষের সঙ্গে সাক্ষাৎ হল দিলীপের। বহু মানুষ তাঁর সঙ্গে এসে দেখা করেন, ছবি তোলার আবদার জমান। 

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 7/10


রিঙ্কু জানিয়েছেন, হোটেল থেকে ক্রুজ, সর্বত্রই দিলীপের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছিল। বিচে হাঁটার সময়েও এগিয়ে এসে অনেকে তাঁদের সঙ্গে কথা বলেন। এমনকী, হ্যাভলক আইল্যান্ডে জলে নামার পর, সেখানেও মানুষ এগিয়ে এসে কথা বলেন। সংবাদমাধ্যমে সেই মুহূর্তগুলি শেয়ার করে রিঙ্কু বলেন, 'কী পরিমাণ অ্যাটেনশন যে দিলীপ ঘোষ পান, সঙ্গে না থাকলে বোঝানো যাবে না। কেউ আমাকে বলেন, আমি VIP হয়ে গিয়েছি। মনে হচ্ছিল, সত্যি কি আমি তাই? যেখানে যাচ্ছি, এত লোক।'

Advertisement
Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 8/10

নিজেদের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ছবি তুলেছেন। আন্দামানের বিভিন্ন বিচে রিঙ্কুর হাতে হাত রেখে, রীতিমতো পোজ দিয়ে মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন BJPনেতা। 'লৌহপুরুষ' দিলীপকে হানিমুনে যেন এক অন্য মেজাজেই ধরা দিতে দেখা গিয়েছে। 
 

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 9/10


এই ট্রিপের প্রতিটা মুহূর্ত তাঁর কাছে খুব স্পেশাল বলে জানিয়েছেন রিঙ্কু মজুমদার। নিজেদের পরস্পর, পরস্পরের পরিপূরক বলে উল্লেখ করেছেন দিলীপ ঘরণী। 

Dilip Ghosh and Rinku Majumdar Honeymoon
  • 10/10

২৪ নভেম্বর ছিল রিঙ্কু মজুমদারের জন্মদিন। ২৩ তারিখই তাঁরা কলকাতা থেকে আন্দামানে উড়ে গিয়েছিলেন। ফলে হানিমুনেই স্ত্রীর বার্থডে সেলিব্রেট করেন দিলীপ। জনসংযোগ এবং জনগণের মাঝে থাকা স্বামীকে অন্য মেজাজে পেয়ে খুশি পত্নী। আন্দামানে দিলীপের জনপ্রিয়তা এনজয় করেছেন রিঙ্কু। 

Advertisement