কেউ আঁকছেন লক্ষ্মীর ছবি, কেউ বা গণেশের। কোথাও বাক্সে ফুটে উঠছে দুর্গা, কোথাও বা সিংহ। টানা কয়েক সপ্তাহ ধরেই এমন ছবি ছিল মহেশতলার এসএম নগর হাউসিং এসটেটের। (সব ছবি- সংগৃহীত)
পটচিত্রের দুর্দান্ত নির্দশন ফুটিয়ে উঠেছে এবারের এই আবাসনের পুজোয়। সমস্ত আবাসিকরা সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন।
প্রিয়াঙ্কা জানার তত্ত্বাবধানে আবাসনের মহিলা এবং বাচ্চারা হাত লাগান থিম তৈরি করতে। আবাসনে ক্লাব ঘর এখন উঠেছিল তাঁদের কাছে ওয়ার্কশপ।
কেউ নিজের সংসারের কাজ সামলে তড়িঘড়ি ছুটছেন ক্লাবে। আবার কেউ কেউ নিজের পড়াশুনার কাজ সেরে ঝটপট সেরেই দৌঁড়চ্ছেন থিমের কাজে।
বাক্সের উপরই ফুটিয়ে তোলা হচ্ছে দেব-দেবীকেও। সেখানেই আঁকা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশের ছবি।