
চলছে দুর্গাপুজো। কোভিড বিধি মেনেই চলছে এবারের পুজো। রেস্তোরাঁ, হোটেলগুলিতে উপচে পড়া ভিড়, তবে সেখানেও কোভিড বিধি।

এরই মধ্যে তাক লাগালো চকোলেটের দুর্গা।

৬ ফুট চকোলেটের দুর্গার মধ্যে আছে ২৫ কেজির চকোলেট।

৬ ফুটের চকোলেটের দুর্গা বানিয়ে নজর কেড়েছে কলকাতার ঐতিহ্যশালী কেক শপ ফ্লুরিজ।

৪ ফুটের চকোলেটের দুর্গা আর ২ ফুটের তক্তা, যার ওপর দাঁড়িয়ে ত্রিশূলধারী মা।

চারিদিকে পুজো প্যান্ডেলের থিমের ভিড়ে কেক শপেও এবার থিমের ছোঁয়া। ফ্লুরিজের চকোলেটের দুর্গাও নজর কেড়েছে।

চকোলেটের দুর্গার মধ্যেই রয়েছে নিখুঁত কারুকার্য। সত্যিই তা নজর কাড়ার মতো।