Advertisement
কলকাতা

Durga Puja Carnival 2025: এবারে দুর্গাপুজো কার্নিভালে বিরাট আয়োজন, কী কী চমক? রেড রোডে 'মহোত্‍সব'

Durga Puja Carnival 2025
  • 1/10

পুজো শেষ হলেও কাটেনি উৎসবের রেশ। রবিবার শহরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভ্যাল। প্রতিবারের মতো এবারও জাঁকজমক করে পালিত হবে এই অনুষ্ঠান। রেড রোডে ইতিমধ্যেই শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। শহরের তাবড় পুজো কমিটিগুলির মধ্যেও তৎপরতা তুঙ্গে। 
 

Durga Puja Carnival 2025
  • 2/10

চলতি বছর ১০ বছরে পা দিচ্ছে কলকাতার দুর্গাপুজো কার্নিভ্যাল। শহরের সেরা পুজোগুলির দুর্গাপ্রতিমা এবং থিম নিয়ে তৈরি ট্যাবলোগুলি প্রদর্শিত হয় রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই কার্নিভ্যালে থাকবে তারকার হাট। 

Durga Puja Carnival 2025
  • 3/10


রবিবার বিকেল ৪.৩০ নাগাদ শুরু হবে কলকাতার দুর্গাপুজো কার্নিভ্যাল। ২০১৬ সালের পর এবারের কার্নিভ্যাল সবচেয়ে বড় হতে চলেছে বলে জানা গিয়েছে। 

Advertisement
Durga Puja Carnival 2025
  • 4/10

পুলিশ কমিশনার মনোজ বর্মা, একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং টলিপাড়ার বিশিষ্টরা এই কার্নিভ্যালে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকতে পারেন কবি, সাহিত্যিক, চিত্র পরিচালক, খেলোয়াড়রাও। আক্ষরিক অর্থেই এই কার্নিভ্যাল হয়ে উঠবে তারকা সমাবেশ। প্রতি বছরের মতো এবারও কার্নিভ্যালের উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর ডান্স ট্রুপ। 

Durga Puja Carnival 2025
  • 5/10

১১৩টি পুজো অংশ নেবে এই কার্নিভ্যালে। রবিবার রেড রোডে দেখা যাবে ভিন্ন ভিন্ন থিমের সুসজ্জিত আলাদা আলাদা ট্যাবলো। ক্লাবকর্তাদের আলাদা পোশাক, রয়েছে বিশেষ থিম সং, নৃত‌্যানুষ্ঠানের বন্দোবস্তও। শেষ মুহূর্তের রিহার্সাল চলছে কার্নিভ্যালের। 

Durga Puja Carnival 2025
  • 6/10

ভিড় সামলানোর ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে পুলিশও। হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবে গোটা এলাকায়। রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পুলিশি মহড়া চূড়ান্ত। একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির হবে রেড রোডে। প্রতিটি পুজোয় কমপক্ষে তিনটি করে লরি। 

Durga Puja Carnival 2025
  • 7/10

রবিবার কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ট্র‌্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায়। রবিবার, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি (প্রতিমা নিরঞ্জনের যানবাহন ব্যতীত) চলাচল দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে।

Advertisement
Durga Puja Carnival 2025
  • 8/10

এবারের পুজো কার্নিভালে বিশেষ আকর্ষণ থাকছে শঙ্খ ধ্বনি। প্রতিটি পুজো কমিটি সহ হাজার হাজার দর্শনার্থীদের শঙ্খ নিয়ে আসার আহ্বান করেছেন কার্নিভাল উদ্যোক্তারা। শঙ্খ বাজিয়ে উৎসবে মেতে উঠবেন দর্শকরা। এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। ভাষা, পরিযায়ী শ্রমিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি-র মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুগুলি এই বছর কার্নিভালের মূল আকর্ষণ হবে।
 

Durga Puja Carnival 2025
  • 9/10

কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। ব্লু ও গ্রিন লাইনে ওইদিন বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। ক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চালানো হবে। আপ ও ডাউনে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ২০ মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। তার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। 

Durga Puja Carnival 2025
  • 10/10


ব্লু লাইন (দক্ষিণেশ্বর - শহিদ ক্ষুদিরাম রুট)। আপ লাইনে রাত ১০:০৩, ১০:২৩, ১০:৪৩ মিনিটে মেট্রো মিলবে। ডাউনে রাত ৯:৫৩, ১০:১৩, ১০:৩৩ মিনিটে মেট্রো মিলবে। গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ হাওড়া ময়দান)। দুই দিকেই তিনটি করে ট্রেন রাত ১০:২০, ১০:৪০ ও ১১:০০ মিনিটে ছাড়বে। 
 

Advertisement