scorecardresearch
 
Advertisement
কলকাতা

Durga Puja Carnival: বাজালেন ঢাক-কাঁসর, পা মেলালেন আদিবাসী নাচে, কার্নিভালে অন্য মেজাজে মমতা

দুর্গাপুজোর
  • 1/8

Durga Puja Carnival: ২ বছর রেড রোডে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কার্নিভাল। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পরে এটাই ছিল প্রথম দুর্গাপুজোর কার্নিভাল। মোট ৯৯টি দুর্গাপুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে।

মমতা
  • 2/8

অনুষ্ঠানে একেবারে অন্য মুডে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তে। কখনও তাঁকে দেখা গেল কাঁসর-ঢাক বাজাতে। আবার কখনও মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন। (ছবি-পিটিআই)

এলইডি
  • 3/8

কার্নিভাল উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছিল রেড রোড চত্বর। এলইডি টিভির ব্যবস্থা হয়েছিল। 

Advertisement
এসেছিল
  • 4/8

প্রত্যেকটি দুর্গাপুজো কমিটি নিজস্ব ট্যাবলো নিয়ে এসেছিল এদিন। চেতলা অগ্রণী, শ্রীভূমি, কলেজ স্কোয়ার, দমদম তরুণ সংঘের মতো বাকি বড় পুজো কমিটিগুলিও এই কার্নিভালে অংশ নিয়েছিল।
 

ট্যাবলোগুলি
  • 5/8

পুজো কমিটিগুলি নিজস্ব থিমে সাজিয়ে তুলেছিল ট্যাবলোগুলি। সেই সঙ্গে প্রতিমাও ছিল ট্যাবলোগুলিতে। 
 

টলিউডের
  • 6/8

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রীরা। টলিউডের একাধিক তারকাও এদিন উপস্থিত ছিলেন।

পুলিশি
  • 7/8

বিদেশি অতিথিরাও ছিলেন এই কার্নিভালে। সেই সঙ্গে রেড রোড চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

Advertisement
রোডে
  • 8/8

কার্নিভাল উপলক্ষ্যে রেড রোডে ভিড় করেন প্রচুর মানুষ। সেই জন্য যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। 

Advertisement