scorecardresearch
 
Advertisement
কলকাতা

East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো? জেনে নিন

East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 1/8

লকডাউন বা করোনা বিধি-নিষেধের মধ্যেও দ্রুত গতিতে এগোচ্ছে Kolkata Metro Rail সম্প্রসারণের কাজ। সবকিছু ঠিকঠাক ভাবে চললে এ মাসের মধ্যেই ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারিত রুটে ট্রায়াল রান হবে।

East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 2/8

এই ট্রায়াল রানের ফলাফলের উপর নির্ভর করে কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS)-এর কাছে যাত্রী পরিষেবা চালুর জন্য চূড়ান্ত ছাড়পত্রের আবেদন করা হবে। এ মাসে না হলে আগস্টের প্রথম সপ্তাহেই হবে ট্রায়াল রান।

East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 3/8

এই ট্রায়াল রানে মেট্রো রেলের সমগ্র যাত্রাপথের ট্রেন কন্ট্রোল সিস্টেম, সিগন্যালিং ব্যবস্থা-সহ নতুন স্টেশনের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হবে। এ বছরের মধ্যেই ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে Kolkata Metro Rail।

Advertisement
East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 4/8

ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই সম্প্রসারিত রুট সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর (Sector V) থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৬ কিলোমিটার দীর্ঘ।

East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 5/8

এই রুটের ৫.৮ কিলোমিটার পথে ট্রেন মাটির উপর দিয়ে ছুটবে। বাকি ১০.৮ কিলোমিটার দূরত্ব মাটির নীচে দিয়ে অতিক্রম করবে মেট্রো রেল।

East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 6/8

প্রসঙ্গত, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ সালে চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর (Sector V) থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলতে শুরু করে ট্রেন। 

East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 7/8

তারপর ৫ অক্টোবর, ২০২০-তে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রাপথের সম্প্রসারণ হয় ফুলবাগান পর্যন্ত। এবার ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হওয়ার অপেক্ষা।

Advertisement
East-West Metro: এ মাসেই ট্রায়াল রান! কবে থেকে চলবে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো?
  • 8/8

ট্রায়াল রানের ফলাফলে সাফল্য এলে, সবকিছু ঠিকঠাক ভাবে চললে চলতি বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে বহু প্রতীক্ষিত শিয়ালদহ স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পরিষেবা।

Advertisement