scorecardresearch
 
Advertisement
কলকাতা

Electric Vehicle Carnival : সেপ্টেম্বরে ইকো পার্কে হবে বৈদ্যুতিক গাড়ি উৎসব!

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_one
  • 1/10

Electric Vehicle Carnival: কলকাতা-সহ রাজ্যে বাড়ছে বিদ্য়ুতিক গাড়ির চাহিদা। ইতিমধ্যে নিউটাউন (New Town)-এ চালু হয়েছে বৈদ্যুতিক বাস। বিশেষজ্ঞদের মতে, পরিবেশ দূষণ ঠেকাতে এই জাতীয় গাড়ির বিকল্প নেই। (প্রতীকী ছবি/পিটিআই)

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_two
  • 2/10

এ ব্যাপারে মানুষকে আরও উৎসাহিত করতে কার্নিভালের আয়োজন করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে ২৪-২৬ তারিখ পর্যন্ত। এর পাশাপাশি এ ব্যাপারে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হচ্ছে। নিউটাউন-কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (NKDA) এ ব্য়াপারে এক বৈঠক করে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। 

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_three
  • 3/10

হিডকো (HIDC) সূত্রে খবর, নিউটাউন (New Town)-এ এখন ৮টি চার্জিং স্টেশন রয়েছে। মানে ওই স্টেশন থেকে গাড়ি চার্জ দেওয়া যায়। কোথায় কোথায় সেগুলির অবস্থান, তা গুগল ম্যাপে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে মানুষ সহজে তা খুঁজে নিতে পারেন। এর পাশাপাশি রাস্তায় বেরিয়ে কোন দিক দিয়ে গেলে সেখানে পৌঁছে যাওয়া যাবে, তার দিকচিহ্নও বসানো হবে।

Advertisement
Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_four
  • 4/10

নিউটাউন (New Town)-কে যাকে বৈদ্যুতিক গাড়ির উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কাজে সরকারি প্রতিষ্ঠান, পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে এক সাব-কমিটি তৈরির কথা ভাবা হয়েছে। 

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_five
  • 5/10

রাজ্য সরকার ঠিক করেছে, ২০২২ সালের মধ্যে ২২ লক্ষ বৈদ্যুতিক গাড়ি নামাতে চায়। তবে এখন রাজ্যে সেই ধরনের গাড়ির সংখ্য়া খুব কম। লক্ষ্যে পৌঁছতে আরও সক্রিয় হতে হবে।

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_six
  • 6/10

মানুষ বৈদ্যুতিক গাড়ি কিনতে যাতে সহজে ঋণ পান, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। কোনও গাড়িকে যাতে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরিত করা যায়, সে ব্যাপারে নির্দেশিকা, এসওপি তৈরি করা হবে।

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_seven
  • 7/10

পরিবহণ দফতরের ডিপোকে চার্জিং স্টেশনে রূপান্তরিত করা হবে। সব নতুন আবাসনে যাতে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা করা যায়, তা বাধ্যতামূলক হতে চলেছে। একই নিয়ম করা হতে চলেছে রাস্তা তৈরির কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রেও। অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ইলেকট্রিক গাড়ির ব্য়বহারে আরও জোর দিতে হবে। একই সঙ্গে ই-ট্যাক্সির ওপরও জোর দিতে হবে। সম্ভব হলে বাড়িতে চার্জ দেওয়ার পরিকাঠামো গড়ে তোলা যেতে পারে।

Advertisement
Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_eight
  • 8/10

বিদ্যুৎ দফতর ঠিক করেছে, জাতীয় সড়কে ২৫ কিলোমিটার অন্তর চার্জ দেওয়ার পরিকাঠামো গড়ে তোলা হবে। 

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_nine
  • 9/10

রাজ্যে এবং নিউটাউনে বৈদ্যুতিক গাড়ির ব্য়বহার আরও বাড়াতে ব্রিটিশ হাই কমিশন কিছু পরামর্শ দিয়েছে। সেগুলি বিবেচনা করা হবে। এ ব্য়াপারে জ্ঞান আরও বাড়াতে মিলটন কেনেস বা কভেন্ট্রি সিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করা যেতে পারে। তার ছাড়াই চার্জ দেওয়া, ব্য়াটারি বদলের ব্য়াপারে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

Electric_Vehicle_Carnival_by_HIDCO_and_NKDA_in_Eco_Park_New_Town_on_September_abk_ten
  • 10/10

এর পাশাপাশি ইকো পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে বৈদ্যুতিক গাড়ি কার্নিভাল (Electric Vehicle Carnival) করা হবে। ডিসেম্বরে হবে বৈদ্যুতিক গাড়ির মিছিল (Electric Vehicle Rally)।

Advertisement