আগামী কয়েকদিনের মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বড়সর তথ্য ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গোপাল দলপতি আরও জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে বড় নাম আসতে চলেছে।
গোয়েন্দাদের দাবি, বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা তুলেছিল গোপাল। ১২ জানুয়ারি ২০১৮সালে ROC রেজিস্ট্রেশন করে। সেখানে বিকাশের স্ত্রী হিসেবে দেখা যায় মধুমিতা দলপতির নাম।
অবশেষে কয়েক হাজার কোটি টাকা তছরূপ করার পরে বন্ধ হয় এই 'জি নেট'। সেই সময় বেহালাতেও 'জি নেটে'র একটি অফিস ছিল। সেই সূত্রে তাঁর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয় বলে সূত্রের খবর।
নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত নন তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। দিল্লিতে সাংবাদিকদের সামনে দাবি করলেন এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে সন্দেহভাজন গোপাল দলপতি।
বিজেপির তরফে খগেন মুর্মুর হৈমন্তীর নেপাল চলে যাওয়ার জল্পনা নস্যাৎ করে দিয়ে তিনি জানিয়েছেন, দেশেই রয়েছে হৈমন্তী এবং কয়েকদিনের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
এরপর গোপাল দলপতি জানান, অসুস্থ হৈমন্তী, তাঁর স্নায়ুর সমস্যা রয়েছে। গোপালের দাবি, যেভাবে সাংবাদমাধ্যমে দৈনিক নানান প্রশ্ন, জল্পনা এবং অভিযোগ সামনে আসছে, তাতে বিপর্যস্ত হৈমন্তী। প্রাক্তন স্ত্রী হৈমন্তীর সঙ্গে লোক মারফত যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন গোপাল দলপতি।