scorecardresearch
 
Advertisement
কলকাতা

Waterlogging: খিদিরপুরের জমা জলের জট কাটাতে চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন

Waterlogging: খিদিরপুরের জমা জলের জট কাটাতে চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন
  • 1/6

মধ্য এবং দক্ষিণ কলকাতায় জমা জলের সমস্যা অনেকদিনের। এ বার এই সমস্যা মেটাতে পাম্পিং স্টেশন চালু করতে চলেছে কলকাতা পুরসভার। আগামী সোমবার, ৮ নভেম্বর চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন।

Waterlogging: খিদিরপুরের জমা জলের জট কাটাতে চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন
  • 2/6

কলকাতা পুরসভার দাবি, এই কবিতীর্থ পাম্পিং স্টেশন চালু হলে খিদিরপুর, গার্ডেনরিচের বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের জমা জলের সমস্যা মিটে যাবে।

Waterlogging: খিদিরপুরের জমা জলের জট কাটাতে চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন
  • 3/6

দীর্ঘদিন ধরেই সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ার সমস্যা ভোগ করছেন খিদিরপুর, গার্ডেনরিচ, ইকবালপুর, মোমিনপুর বি কে পাল রোড, সুধীর বোস রোড-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কবিতীর্থ পাম্পিং স্টেশন চালু হলে মুক্তি মিলবে এই জল-যন্ত্রণা থেকে।

Advertisement
Waterlogging: খিদিরপুরের জমা জলের জট কাটাতে চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন
  • 4/6

এই কবিতীর্থ পাম্পিং স্টেশনের জন্য ৩৬ কিউসেকের ৪টি এবং ৫০ LPS (লিটার পার সেকেন্ড)-এর ৪টি— সব মিলিয়ে মোট ৮টি পাম্প কেনা হয়েছে জার্মানি থেকে।

Waterlogging: খিদিরপুরের জমা জলের জট কাটাতে চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন
  • 5/6

গার্ডেনরিচের এই পাম্পিং স্টেশনে ওই ৮টি পাম্প বসানোর কাজ এখন শেষ পর্যায়ে। কবিতীর্থ পাম্পিং স্টেশনের সঙ্গে সংযোগকারী একাধিক নিকাশি নালা তৈরির কাজ ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। 

Waterlogging: খিদিরপুরের জমা জলের জট কাটাতে চালু হচ্ছে কবিতীর্থ পাম্পিং স্টেশন
  • 6/6

২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে এই কবিতীর্থ পাম্পিং স্টেশনের কাজ শুরু হয়। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার কথা ছিল। আগামী সোমবার, ৮ নভেম্বর গার্ডেনরিচে তৈরি কবিতীর্থ পাম্পিং স্টেশনের উদ্বোধন করবেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

Advertisement