বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। বেহালা থেকে শুরু করে আলিপুর পর্যন্ত কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল।
রাস্তায় যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে, বিশেষ করে ছোট গাড়ির ভেতর জল ঢুকে যাচ্ছে, তারপরে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে আম জনতাকে।
কলকাতা উত্তরের চিত্রটা আরো ভয়াবহ। মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে হাঁটুর উপর জল। যার ফলে রাস্তার ধারে ছোট ছোট খানাখন্দ থাকায় সাধারণ মানুষ প্রাণের ঝুঁকি নিয়েই প্রায় চলাচল করছে।
আমহাস্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, হাতিবাগান ঠনঠনিয়া কালিবাড়ি, কলেজস্ট্রিট চত্বরে বরাবরই জল জমে, এবারও তার ব্যতিক্রম নয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই দুর্যোগ আরো তিন-চার ঘণ্টা চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে।