scorecardresearch
 
Advertisement
কলকাতা

প্রতিমা কেমন? শ্রীভূমি থেকে নাকতলা, এক নজরে শহরের ১২ সেরা পুজো-পরিক্রমা

ছবি সৌজন্য : ফেসবুক
  • 1/12

 টালা প্রত্যয় : রীতি দ্য মোশন- এটাই এ বছর টালা পার্ক প্রত্যয়ের থিম। এই পুজোর এবার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ছবি সৌজন্য : ফেসবুক
  • 2/12

চোরবাগান : চোরবাগান সার্বজনীন এর এবারের থিম অন্তর্শক্তি। মনের মধ্যে অজানা এক শক্তিকে তুলে ধরা হয়েছে এবার।

ছবি সৌজন্য : ফেসবুক
  • 3/12

এবার প্রতিমা ও মণ্ডপের ভাবনায় চমক দিচ্ছে বৃন্দাবন মাতৃমন্দির।

Advertisement
ছবি সৌজন্য : ফেসবুক
  • 4/12

৯৬ পল্লি অ্যাসোসিয়েশন : এবার থিমে চমক ৯৬ পল্লি অ্যাসোসিয়েশনের।

ছবি সৌজন্য : ফেসবুক
  • 5/12

শ্রীভূমি : শ্রীভূমির এবারের থিম ভ্যাটিকান সিটি। পুজো ইতিমধ্যেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ছবি সৌজন্য : ফেসবুক
  • 6/12

সিংহি পার্ক : প্রতিবারই থিমে চমক দেয় সিংহি পার্ক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। থাকবে আলোকসজ্জার চমক। বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টেদেরও দেখা যাবে এই মণ্ডপে। 

ছবি সৌজন্য : ফেসবুক
  • 7/12

সল্টলেক এফ ডি : শহরের ইট, পাথর, কংক্রিটের ভিড় এড়িয়ে আপামর বাঙালিকে এক টুকরো সবুজে ঘেরা গ্রাম উপহার দিল এফ ডি ব্লক। এবারের তাদের থিম শাপমোচন। 

Advertisement
ছবি সৌজন্য : ফেসবুক
  • 8/12

নাকতলা উদয়ন : নাকতলা উদয়ন সংঘের পুজো কলকাতার অন্যতম বড় পুজো। 

ছবি সৌজন্য : ফেসবুক
  • 9/12

কুমোরটুলি সার্বজনীন : প্রতি বছরই বিভিন্ন চমক থাকে কুমোরটুলি সার্বজনীনের পুজোয় । এবারের থিম 'শিরোনাম'। 
 

ছবি সৌজন্য : ফেসবুক
  • 10/12

কালীঘাট শ্রী সংঘ : দক্ষিণ কলকাতার অন্যতম পুজো কালীঘাট শ্রী সংঘ। এবার এই পুজোর থিম বেরা। 
 

ছবি সৌজন্য : ফেসবুক
  • 11/12

হাতিবাগান সার্বজনীন : হাতিবাগান সার্বজনীন এর থিম হল ‘পটচিত্র’। বাংলার পুরোনো এই শিল্পকেই এবার মানুষের সামনে তুলে ধরেছে হাতিবাগান সার্বজনীন।

Advertisement
ছবি সৌজন্য : ফেসবুক
  • 12/12

গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক : গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সার্বজনীন দুর্গোৎসবের এবারের পূজোর মূল ভাবনা 'স্ব -অধীন দেশ নয় মনে দ্বেষ '। মণ্ডপ শয্যায় অন্য ভাবনার ছোঁয়া থাকলেও মাতৃ প্রতিমার ক্ষেত্রে সেই সাবেকিয়ানা বজায় রেখেছে হিন্দুস্তান ক্লাব। 

Advertisement