scorecardresearch
 
Advertisement
কলকাতা

Kolkata Metro Rail : মেট্রোয় মকড্রিল, রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ

মেট্রোয় মকড্রিল (ছবি সূত্র-মেট্রো রেল)
  • 1/6

যাত্রী নিরাপত্তায় আরও এক পদক্ষেপ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের (Kolkata Metro Rail)। মেট্রোতে যে কোনও রকম রাসায়নিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে কর্মীদের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য করা হল মকড্রিল।

মেট্রোয় মকড্রিল (ছবি সূত্র-মেট্রো রেল)
  • 2/6

এইরকম পরিস্থিতিতে যাত্রীদের কী ভাবে উদ্ধার করতে হবে সেই বিষয়ে এসপ্ল্যানেড স্টেশনে (Esplanade Metro station) মকড্রিল চালাল এনডিআরএফ।

মেট্রোয় মকড্রিল (ছবি সূত্র-মেট্রো রেল)
  • 3/6

একইসঙ্গে এই পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে যাত্রীদের উদ্ধারের জন্য মেট্রো কর্মীদের কী কী পদক্ষেপ করতে হবে সেই বিষয়েও প্রশিক্ষণ দেয় এনডিআরএফ টিম। 

Advertisement
মেট্রোয় মকড্রিল (ছবি সূত্র-মেট্রো রেল)
  • 4/6

মূলত যাত্রীদের উদ্ধারের দক্ষতাকে আরও উন্নত করতে এবং মেট্রো কর্মীদের সতর্কতা ও প্রস্তুতি পরীক্ষা করাই এই মকড্রিলের প্রধান উদ্দেশ্য ছিল বলে জানা যাচ্ছে। 

মেট্রোয় মকড্রিল (ছবি সূত্র-মেট্রো রেল)
  • 5/6

এই মকড্রিলে অংশ নেন, মেট্রোর পদস্থ আধিকারিক ও বিভিন্ন বিভাগের কর্মীরা। 

মেট্রোয় মকড্রিল (ছবি সূত্র-মেট্রো রেল)
  • 6/6

প্রসঙ্গত বিভিন্ন সময় মেট্রোয় যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেইদিক থেকে এই পদক্ষেপ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন যাত্রীদের কেউ কেউ। 

Advertisement