
ফের চালু হল লোকাল ট্রেন। বুধবার ভোর থেকেই চালু হয় লোকাল ট্রেনের পরিষেবা

প্রথম দিনেই চেনা ভিড় নজরে পড়ল হাওড়া স্টেশনে। বেলা যত বেড়েছে ততই বেড়েছ যাত্রীদের ভিড়।

স্টেশনে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীকে মাস্ক পড়ার কথা বলা হয়। একই সঙ্গে মানতে বলা হয় সামাজিক দূরত্ব বিধি।

এদিন বিধি মেনেই চলা ফেরা করতে দেখা গেল যাত্রীদের। প্রায় প্রত্যেক যাত্রীর মুখেই দেখা গেল মাস্ক।

চূড়ান্ত তৎপরতা দেখা গেলে পুলিশের মধ্যে। স্টেশন চত্বরে পুলিশের তরফে চালান হল সচেতনতামূলক প্রচার।

ট্রেন চালু হলেও আপাতত হকারদের প্রবেশ নিষেধ। এদিন ট্রেনে ওঠার চেষ্টা করায় এক মুচিকে আটকাতে দেখা যায় আরফিএফ কর্মীদের।

পুনরায় লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। এর জন্য রেল ও সরকারকে সাধুবাদও দিচ্ছেন তাঁরা।

এদিন হাওড়া স্টেশনের বাইরে যাত্রীদের পুষ্পবৃষ্টি করে সংবর্ধনা জানায় বিজেপি।

যাত্রীদের ভিড় যেমন প্রথম দিনেই চোখে পড়েছে, তেমনই স্টেশন চত্বর জীবাণুমুক্ত করার ওপরে আরও বেশি করে জোর দেওয়া হয়েছে।

হাওড়ার পাশাপাশি শিয়ালদহ মেইন, শিয়ালদহ দক্ষিণ এবং দক্ষিণপূর্ব রেলেও চালু হয় লোকাল ট্রেনের পরিষেবা।