scorecardresearch
 
Advertisement
কলকাতা

Mamata Banerjee: মমতার বাড়িতে সাইকেলে সায়ন্তিকা, আমসত্ত্ব-আচার... ছবি VIRAL

মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • 1/8

Mamata Banerjee: কথা রাখলেন ছোট্ট সায়ন্তিকা। মালদা থেকে তিনি এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকার সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত মুখ্যমন্ত্রীও। (ছবি সৌজন্যে-মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ)

সংবাদমাধ্যমের
  • 2/8

বেশ কিছুদিন আগেই সায়ন্তিকা সংবাদমাধ্যমের কাছে নিজের ইচ্ছার কথা জানান। মালদা থেকে কলকাতায় সাইকেলে করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। 
 

প্রশাসনের
  • 3/8

সায়ন্তিকার আসা যাওয়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেই মতো প্রশাসনের তরফ থেকে আগেই ব্যবস্থা করে রাখা হয়েছিল।
 

Advertisement
শিয়ালদহে
  • 4/8

তবে মালদা থেকে সরাসরি দীর্ঘ পথ সাইকেলে আসতে পারেনি সে। ট্রেনে করে বাবা-মাকে শিয়ালদহে এসে পৌঁছায়।
 

বাসভবনে
  • 5/8

সেখান থেকে সাইকেলে করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে পৌঁছায় সায়ন্তিকা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। 

মুখ্যমন্ত্রী
  • 6/8

সায়ন্তিকার বাবা এবং মায়ের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমসত্ত্ব ও আচার তুলে দেয় সায়ন্তিকা।

সরকারের
  • 7/8

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মালদা থেকে পথ চড়ে আসা সায়ন্তিকা এবং তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। সায়ন্তিকা এবং তার বোনেরা কন্যাশ্রী এবং সবুজ সাথীর সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। তার মতো ছোট মেয়েরা বাংলাকে এগিয়ে নিয়ে যাবে আরও অনেক উচ্চতায়। তাদের সব স্বপ্ন যেন সত্যি হয়। আমি ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য শুভ কামনা করি।

Advertisement
সংবাদমাধ্যমে
  • 8/8

এক বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সায়ন্তিকার হাতেও উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement