scorecardresearch
 
Advertisement
কলকাতা

Metro Service: বাড়ছে ট্রেনের সংখ্যা, ব্যস্ত সময় এবার ৫ মিনিট অন্তর মেট্রো

METRO SERVICES
  • 1/8


গত ১৬ জুলাই ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা (Kolkata Metro) শুরু হয়েছিল। কিন্তু শহরে বিধিনিষেধ শিথিল হতেই  গণপরিবহনে বাড়ছে যাত্রী সংখ্যা। মেট্রোর ওপরও চাপ বাড়ছে। আর এই পরিস্থিতিতে এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল (Metro Service) কর্তৃপক্ষ। 

METRO SERVICES
  • 2/8

১৩ অগাস্ট অর্থাৎ আগামী শুক্রবার থেকেই ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা৷ সোমবার থেকে শুক্রবার পাঁচ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ তবে রবিবার বন্ধই থাকছে মেট্রো পরিষেবা৷
 

METRO SERVICES
  • 3/8

পাশাপাশি যাত্রী চাপের কথা মাথায় রেখে বাড়ছে ট্রেনের সংখ্যাও৷ বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩ আগস্ট থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। আপ ও ডাউন লাইনে এবার থেকে চলবে ১১৪টি করে ট্রেন।
 

Advertisement
METRO SERVICES
  • 4/8

আগে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২২০টি ট্রেন চলত। শুক্রবার থেকে চলবে ২২৮টি ট্রেন।

METRO SERVICES
  • 5/8

অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হল। তবে অতিমারী আবহে মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিতই রাখা হল।

METRO SERVICES
  • 6/8

ট্রেনের সংখ্যা বাড়লেও প্রথম ও শেষ ট্রেনের সময় অবশ্য একই থাকছে। অর্থাৎ সকালে প্রথম ট্রেন চলবে সকাল সাড়ে ৭টায়। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টাতেই।
 

METRO SERVICES
  • 7/8

 শনিবারও অপরিবর্তিত রইল সময়সূচি। শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের মধ্যে ১০৪টি মেট্রো চলবে। তবে সেগুলি শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যই। রবিবার আপাতত পরিষেবা বন্ধই থাকছে। 
 

Advertisement
METRO SERVICES
  • 8/8

আপাতত কার্ড ব্যবহার করেই মেট্রোয় উঠতে হবে। টোকেন পরিষেবা শুরু হচ্ছে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement