scorecardresearch
 
Advertisement
কলকাতা

Petrol Diesel : পেট্রোপণ্যের দাম কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 1/13

পেট্রোপণ্যের উপর পশ্চিমবঙ্গ সরকারকে VAT কমানোর দাবি জানিয়েছে বঙ্গ BJP। অনেক রাজ্য VAT কমিয়েছে। তবে এই রাজ্য সেই পথে হাঁটেনি। 

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 2/13

তারই প্রতিবাদে সোমবার মিছিলের আয়োজন করে বঙ্গ বিজেপি। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। দলের পার্টি অফিসের কাছেই মিছিল আটকে দেয় পুলিশ। 

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 3/13

তা নিয়ে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। জানালেন, মঙ্গলবার থেকে  রাজ্যজুড়ে প্রচার- আন্দোলন শুরু করবেন তাঁরা। মঙ্গলবার পেট্রোলপাম্পগুলিতে যাবেন কর্মীরা। তাঁরা পোস্টারের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, রাজ্য সরকারল ভ্যাট কমালে আরও সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল। 

Advertisement
VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 4/13

এদিকে বক্তব্য দিতে উঠে শুভেন্দু অধিকারী বলেন,'আগে থেকেই কর্মসূচি ঠিক ছিল। তবে গোটা কলকাতার পুলিশ এখানে নামিয়ে আনা হয়েছে।' 

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 5/13

' এভাবে গেরুয়া শিবিরকে আটকানো যায়নি। আর আমরা কংগ্রেস বা বাম নই। আমরা বিজেপি। অন্যায়ের সঙ্গে আপোষ করব না।'

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 6/13

দিলীপ ঘোষ বলেন, 'এতদিন দিদি নাটক করে দেখাচ্ছিলেন যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে খুব চিন্তিত। কিন্তু, এখন তাদের দেখা নেই। দিদির ভাইরাও কত আন্দোলন করছিল। এখন তারাও উধাও হয়ে গেছে। আমাদের সরকার তো ১৫ টাকা কমিয়ে দিয়েছে। মানুষ কষ্ট করেছে এতদিন। সেটা দেশের জন্য করেছেন।' 

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 7/13

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, 'আসলে এতদিন মোদীর টাকায় দিদি ফুটানি করছিলেন।  তাই দিদিমণিকে বলব সারা দেশের দিকে তাকিয়ে দেখুন। বহু রাজ্যে VAT কমিয়েছে। আপনি কেন দাম কমাবেন না? তাই দিদির কাছে আবেদন আপনি VAT কমান।' 

Advertisement
VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 8/13

ঝাঁঝালো বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার। বলেন, 'বিজেপি নেতারা মিছিল করতে গেলেই করোনার অজুহাত দেখানো হয়। আর যখন তৃণমূলে নেতারা গোরু গাড়িতে চেপে মিছিল করেন, তখন তো করোনা ছড়ায় না?' 

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 9/13

আমি শুনলাম, পুলিশ নাকি বলাবলি করছে গোমূত্র ও গোবর খেএ নেই নেতা ও তৃণমূলের করোনা হয় না।'

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 10/13

প্রসঙ্গত, এদিন মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশ তা বের করতে দেয়নি। এই নিয়ে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে বচসাও হয় পুলিশের। 
 

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 11/13

পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, অনুমতি না নিয়ে মিছিল করা যাবে না। তারপরও গেরুয়া নেতারা মিছিল এগিয়ে নিয়ে যেতে চান তবে ব্যর্থ হন। 

Advertisement
VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 12/13

 এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, 'গণতান্ত্রিক পদ্বতিতে মিছিলের পরিকল্পনা ছিল। তবে তা করতে দিল না পুলিশ। আসলে পুলিশের এখন দুটো কাজ , কালঘাট পাহারা দেওয়া ও বিজেপির মিছিল আটকানো। তবে এভাবে বেশিদিন চলবে না। 

VAT কমানোর দাবি, মঙ্গল থেকে রাজ্যজুড়ে প্রচার BJP-র
  • 13/13

এতদিন দিদি দাবি করে আসছিলেন যে, 'কেন্দ্রের জন্য পেট্রোপণ্যের দাম কমছে না। কেন্দ্র কমিয়েছে। তাহলে আপনি কেন কমাচ্ছেন না? আমরা মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন করব ও দিদিকে দাম কমাতে বাধ্য করব।'  

Advertisement