মঙ্গলবার নির্বাচনী প্রচার শেষে মায়ের বাড়ি ও বিবেকানন্দের বাড়ি গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েকটি ছবি নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নিজেই।
এদিন উত্তর কলকাতায় নির্বাচনী প্রচারে এসে রোড শো করেন মোদী। তবে সভা শেষে রোড শো-এর আগে যান বাগবাজারে মায়ের বাড়িতে।
বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে প্রথমে সারদা মায়ের ছবির সামনে বসে ধ্যান করেন এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে আরতিও করেন তিনি।
কিছুক্ষণ সেখানে সময় কাটান প্রধানমন্ত্রী। মা সারদার কাছে শ্রদ্ধা নিবেদন করেন। পর আলাদা করে বসার আসন তৈরি রাখা হলেও মাটিতে বসেই কয়েক মিনিট প্রার্থনা করেন প্রধানমন্ত্রী৷
এরপর কিছুটা তাড়াহুড়ো করেই অল্প প্রসাদও খান তিনি৷ রোড শো শুরু করেন মোদী। এদিন মায়ের বাড়িতে গিয়ে প্রথমে সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
এরপর সারদা মায়ের ঘরে ঢুকে পুষ্পাঞ্জলি দেন। রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দকেও পুষ্পাঞ্জলি অর্পণ করেন। প্রণাম সেরে ধ্যানেও বসেন। এরপর মন্ত্রপাঠও করেন।
বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজের সঙ্গে কথাও বলেন তিনি৷ অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গেও কুশল বিনিময় করে মায়ের বাড়ি ছাড়েন প্রধানমন্ত্রী৷ এরপর প্রার্থীর সমর্থনে কলকাতায় মোদীর রোড শো শুরু হয়। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত নরেন্দ্র মোদী রোড শো করেন। শো শেষ হওয়ার পর সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতেও যান তিনি।