পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটি ক্রমশ বাংলা ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। আর তা ক্রমশ শক্তিশালী হচ্ছ।
তার জেরে রবিবার সকাল থেকেই রাজ্যে বৃ্ষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আর এই বৃষ্টি চলবে টানা মঙ্গলবার পর্যন্ত।
কোথায় কোথায় হবে বৃষ্টি? হাওয়া অফিস জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সবথেকে বেশি বৃষ্টি হবে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই ২ জেলা ছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়।
সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, হাওড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। তবে এই জেলাগুলিতে বৃষ্টির হেরফের হবে। কখনও ভারী থেকে অতি ভারী আবার কখনও কম বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতও হতে পারে।
IMD জানিয়েছে, বঙ্গোপসাগরের কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা তৈরি হয়ে যাবে। আগামী ১২-১৪ সেপ্টেম্বর রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। যার জেরে বৃষ্টি বাড়বে।