
পাশে থাকার বার্তা, অটো-বাইক চালকদের রাখি পরাল বিধাননগর পুলিশ।

রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে জনসংযোগ বৃদ্ধিতে জোর দিল বিধাননগর পুলিশের। অটো-টোটো- ট্যাক্সিচালকদের রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিল বিধাননগর পুলিশ।

বিধাননগর জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করছে বিধাননগর পুলিশ। সল্টলেকের করুণাময়ী সহ বিভিন্ন জায়গায় বাইক আরোহী, টোটো চালক, অটো চালকদের মাস্ক পরিয়ে কোভিড বিধি মেনে রাখি উৎসব পালিত হয় বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

এবার রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়েই সচেতনতার বার্তা পৌঁছে দিল বিধাননগর পুলিশ। সিগন্যালে দাঁড়িয়ে যাওয়া বাইক, টোটো, অটো চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান বিধাননগর ট্রাফিকের মহিলা পুলিশ কর্মীরা।

বিধাননগর কমিশনারেট এলাকার প্রতিটি থানায় রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল।

মহিলা পুলিশ কর্মীরা কমিশনারেট এলাকার বিভিন্ন রাস্তায় অটো চালকেদের হাতে রাখি বাঁধলেন।

রাখি পরানো হল বাইক চালকেদের হাতে। বাদ গেলেন না টোটো চালকরাও।

রাস্তায় বেরনো প্রত্যেকের হাতে 'সেফ ড্রাইড, সেভ লাইফ' বার্তা লেখা রাখি পরিয়ে সচেতন করা হয়।

এর পাশাপাশি মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো মানুষদের মাস্ক পরিয়ে তার পর রাখি পরিয়ে সচেতন করা হয়।