scorecardresearch
 
Advertisement
কলকাতা

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 1/9

প্রতিবারই কোজাগরী লক্ষ্মীপুজো করে থাকেন রত্না চট্টোপাধ্যায়। এবারও করছেন। পুজোর আয়োজন, ভোগ-রান্না সব মিলিয়ে বেশ ব্যস্ত তিনি। 

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 2/9

তবে এসবের মধ্যেও আজকের বিশেষ দিনটাতে যেন 'মিস' করছেন শোভন চট্টোপাধ্যায়কে। তাঁর কথাতে অন্তত সেরকমই মনে হল। 

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 3/9

এদিন লক্ষ্মীপুজোর আয়োজন নিয়ে কথা বলতে বলতে রত্নাদেবী বললেন, 'আমি লক্ষ্মীপুজোর দিন লাল-পাড় সাদা শাড়ি পরি। প্রতিবছরই। এবারও।' 
 

Advertisement
বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 4/9

তারপরই তাঁর সংযোজন, 'আসলে কী জানেন, আমাকে এই বাড়িতে মা লক্ষ্মী করে এনেছিলেন শোভনবাবু। আমিই তো মা লক্ষ্মী। আজ নারায়ণ আর নেই। তিনি ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু, মা লক্ষ্মী থেকে গিয়েছেন।' 

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 5/9

বলেন, 'আমি চ্যাটার্জি বাড়ির বউ। দেখতেই পাচ্ছেন শ্বশুরবাড়ির সবাই আছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যতদিন বেঁচে থাকব, যেন এই বাড়িতেই আমি থাকতে পারি। লক্ষ্মীপুজো করে যেতে পারি।' 

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 6/9

প্রসঙ্গত, বিজয়া দশমীর দিন একেবারে প্রকাশ্যে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মা দুর্গার সামনেই সিঁদুর পরিয়েছিলেন তিনি। 
 

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 7/9

তারপরই অনেকে বলাবলি শুরু করেন, সামাজিক স্বীকৃতির জন্য মা দুর্গার সামনে বৈশাখীকে সিঁদুর পরিয়েছেন শোভন। 

Advertisement
বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 8/9

 যদিও বৈশাখীদেবী সেদিন বলেছিলেন, 'আমাদের মধ্যে কোনওদিনই স্বীকৃতির অভাব ছিল না। স্বীকৃতির অভাব ছিল সমাজের। সমাজ এটাও দেখছে আমাদের মধ্যে কোথাও সততার অভাব নেই।' 

বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর, রত্না বললেন, 'আমিই লক্ষ্মী'
  • 9/9

এই নিয়ে রত্নাদেবী বলেন, 'ওসব নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। সবই তো দেখতে পাচ্ছেন।' 
 

Advertisement