অবশেষে স্বস্তি। ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ। কারণ, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হচ্ছে।
দক্ষিণবঙ্গে বর্ষা নামবে ১৭ তারিখ থেকেই। অর্থাৎ শনিবার থেকেই। আর বৃষ্টি চলবে আগামী সপ্তাহ পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ।
বর্ষা প্রবেশের পর তা স্থায়ী হবে। বৃষ্টি চলবে টানা ২১ তারিখ পর্যন্ত। বৃষ্টি হবে ভারী ও মাঝারি রকমের। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার বর্ষা স্থায়ী হতে পারে।
তবে ১৭ তারিখের আগে পর্যন্ত স্বস্তি নেই রাজ্যবাসীর। কারণ, তার আগে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলাগুলিতে তারপ্রবাহ বজায় থাকবে।
তবে পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গাতে চলবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
তবে বর্ষা আসার পর কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। এবং তাপমাত্রাও কমে যাবে।
অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি এই ৫ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
তবে নিচের তিন জেলা অর্থাৎ মালদা, দুই দিনাজপুর ও কোচবিহারে গরম বজায় থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হবে।