৭ বছর পর প্রশাসনিক দায়িত্বে ফিরেছেন শোভন চট্টোপাধ্যায়। নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনকেডিএ)-এর চেয়ারম্যান করা হল তাঁকে।
শোভনের দক্ষিণ কলকাতার বাড়িতে কেক কেটে সেলিব্রেটও করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
কালীপুজোর সকালে শোভন-বৈশাখী ঘুরলেন শহরের তিন কালীমন্দিরে। সঙ্গে ছিল তাঁদের মেয়ে।
এদিন মায়ের দর্শনের জন্য শোভন ও বৈশাখী এবং তাঁদের মেয়েকে দেখা গেল ম্যাচিং পোশাকেই।
শোভনের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি ও ধুতি আর বৈশাখী পরেছিলেন লাল ও সাদার মধ্যে ডিজাইন করা শাড়ি।
বৈশাখী তাঁর মেয়েকেও শাড়িতে সাজিয়েছিলেন।
আদ্যাপীঠ, লেক কালী বাড়ি ও কালীঘাট মন্দিরে এদিন পুজো দিলেন শোভন-বৈশাখী।
তিন জায়গার মাকেই বহুমূল্যের শাড়ি নিবেদন করেন শোভন ও বৈশাখী।
কালীপুজোর সন্ধ্যেতে মা লক্ষ্মীর আরাধনা করতে দেখা যায় শোভন-বৈশাখীকে।
শোভন চট্টোপাধ্যায় দুঁদে রাজনীতিক৷ তিনি চিরকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। মাঝের কয়েক বছর তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলে ৷ ফের তাঁর ঘরওয়াপসি হল।